Wimbledon 2023: দয়া করে শ্যাম্পেনের বোতল খুলবেন না! উইম্বলডনে হঠাৎ সতর্কবার্তা

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Jul 09, 2023 | 7:41 PM

Wimbledon 2023, Umpire: মহিলাদের সিঙ্গলসে তৃতীয় রাউন্ডের ম্যাচে মুখোমুখি হয়েছিলেন অ্যানাস্তেসিয়া পোতাপোভা ও মীরা আন্দ্রিভা। রবিবার। খোশ মেজাজে ছিলেন স্ট্যান্ডে থাকা এক টেনিস সমর্থক।

Wimbledon 2023: দয়া করে শ্যাম্পেনের বোতল খুলবেন না! উইম্বলডনে হঠাৎ সতর্কবার্তা
Image Credit source: AFP

Follow Us

লন্ডন: উইম্বলডনে ঠিক কত বোতল শ্যাম্পেন খোলা হয়! এর আবার হিসেব রাখা যায় নাকি? ম্যাচ চলাকালীন হাজার হাজার শ্যাম্পেনের বোতল খোলে নিয়মিত। কোনও প্লেয়ারের সার্ভের সময় সকলেই চুপ থাকেন। পিন পড়ার শব্দ শোনা যাবে এমন পরিস্থিতিতে যদি শ্যাম্পেনের বোতল খোলা হয়! এই আওয়াজে মনসংযোগে ব্যাঘাত ঘটাই স্বাভাবিক। আর এমন বিষয় নিয়েই খুব ভদ্রভাবে অথচ সতর্কবার্তা দিলেন চেয়ার আম্পায়ার। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

মহিলাদের সিঙ্গলসে তৃতীয় রাউন্ডের ম্যাচে মুখোমুখি হয়েছিলেন অ্যানাস্তেসিয়া পোতাপোভা ও মীরা আন্দ্রিভা। রবিবার। খোশ মেজাজে ছিলেন স্ট্যান্ডে থাকা এক টেনিস সমর্থক। সার্ভের মুহূর্তেই শ্যাম্পেনের বোতল খোলার শব্দ। স্বাভাবিক ভাবে সার্ভে ব্যাঘাত ঘটে। এমন সময় চেয়ার আম্পায়ারের ঘোষণা, ‘লেডিজ অ্যান্ড জেন্টলমেন, কেউ যদি শ্যাম্পেনের বোতল খোলার মুহূর্তে থাকেন, প্লিজ খুলবেন না। প্লেয়ার এখন সার্ভ করবে।’

সবে সার্ভ-এর জন্য রেডি হয়েছিলেন রাশিয়ান টেনিস তারকা অ্যানাস্তেসিয়া। অজি চেয়ার আম্পায়ার জন ব্লমের এই ঘোষণায় অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকেন অ্যানাস্তেসিয়াও। হেসে ফের সার্ভ করার প্রস্তুতি নেন। স্ট্যান্ড থেকে হাততালির আওয়াজ। ২০১৯ সালেও উইম্বলডনে এমন ঘটনা হয়েছিল। বেনোয়েত পাইরে বনাম জিরি ভেসলি ম্যাচ চলাকালীন শ্যাম্পেনের বোতলের কর্ক ছিটকে গিয়ে কোর্টে পড়ে।

অল ইংল্যান্ড লন টেনিস ক্লাবের প্লেয়িং কন্ডিশনে উল্লেখ করাই থাকে, কর্ক রয়েছে এমন বোতল খোলা অবস্থায় নিয়ে কোর্টে ঢোকা যেতে পারে। তারপরও ছিপি খোলার আওয়াজ অবশ্য বন্ধ হয়নি।

Next Article