
উইম্বলডন: ঘাসের কোর্টের দুরন্ত লড়াইয়ের কাউন্টডাউন শুরু। নোভাক জকোভিচ (Novak Djokovic), কার্লোস আলকারেজ, ইগা স্বোয়াতেকদের দেখার জন্য মুখিয়ে রয়েছেন টেনিস প্রেমীরা। আজ, সোমবার ৩ জুলাই বছরের তৃতীয় গ্র্যান্ড স্লাম উইম্বলডন (Wimbledon) শুরু হচ্ছে। ঐতিহ্যবাহী উইম্বলডন শুরু হওয়ার আগেই এল দুঃখের খবর। এ বারের উইম্বলডন থেকে সরে দাঁড়ালেন গত বারের রানার্স নিক কির্গিওস (Nick Kyrgios)। টুর্নামেন্ট শুরু হওয়ার ঠিক আগে টেনিস প্রেমীদের জন্য এল হতাশার খবর। কিন্তু শেষ মুহূর্তে উইম্বলডন থেকে কেন সরে দাঁড়ালেন নিক কির্গিওস? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
অজি টেনিস তারকা নিক কির্গিওস ২ জুলাই, রবিবার জানান, কব্জিতে চোটের কারণে তিনি উইম্বলডন থেকে সরে দাঁড়াতে বাধ্য হলেন। উইম্বলডনের পক্ষ থেকে এক বিবৃতিতে নিকের বার্তা তুলে ধরা হয়েছে। তাতে নিক বছরের তৃতীয় গ্র্যান্ড স্লাম থেকে তাঁর নাম প্রত্যাহারের কারণ জানিয়েছেন। উইম্বলডনের আগে তিনি মায়োর্কা ওপেন থেকেও নাম প্রত্যাহার করেছিলেন। এরপর তিনি স্ক্যান করিয়ে জানতে পারেন, তাঁর কব্জির লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে। উইম্বলডনের আগে তিনি সুস্থ হয়ে ওঠার জন্য যাবতীয় চেষ্টা করেছিলেন। কিন্তু সঠিক সময়ে তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি। তাই এ বারের উইম্বলডনে তাঁর নামা হচ্ছে না। তাঁর ভক্তদের জন্য নিক বার্তা দেন, ‘আমি আবার ফিরে আসব। আমাকে ফ্যানেরা যেভাবে সমর্থন করেছেন তাঁদের ধন্যবাদ জানাই।’
Sorry to hear your news @NickKyrgios – wishing you a swift recovery and hope to see you back on our courts next year ?#Wimbledon pic.twitter.com/R0zl7i74Bd
— Wimbledon (@Wimbledon) July 2, 2023
এ বছরের ফরাসি ওপেনেও খেলতে পারেননি নিক কির্গিওস। চলতি বছরেই তাঁর হাঁটুর অস্ত্রোপচার হয়েছিল। এ বার তাঁর কব্জিতে চোট। অজি টেনিস তারকা নিক কির্গিওসের কেরিয়ারে বার বার প্রভাব ফেলছে তাঁর এই চোট প্রবণতা।