Carlos Alcaraz: আলকারাজের সঙ্গে বিরাট কোহলির তুলনা! কিন্তু কেন? রইল ভিডিয়ো

Carlos Alcaraz-Virat Kohli: বিশ্ব ক্রিকেটে সবচেয়ে চর্চিত নাম কোনটা? ক্রিকেট বিশেষজ্ঞরা অনেকের নামই বলতে পারেন। ক্রিকেট সমর্থকরাও ভিন্ন নাম বলতে পারেন। তবে বেশির ভাগ উত্তরই আসবে, বিরাট কোহলি।

Carlos Alcaraz: আলকারাজের সঙ্গে বিরাট কোহলির তুলনা! কিন্তু কেন? রইল ভিডিয়ো
Image Credit source: twitter

| Edited By: দীপঙ্কর ঘোষাল

Jul 17, 2023 | 9:48 PM

টেনিস বিশ্বে নতুন সেনসেশন। গত বছর যুক্তরাষ্ট্র ওপেন জিতেছিলেন স্প্যানিশ তরুণ কার্লোস আলকারাজ। সে বার এতটা মাতামাতি হয়নি তাঁকে নিয়ে। যুক্তরাষ্ট্র ওপেনে ছিলেন না তারকারা। উইম্বলডনের ফাইনালে পাঁচ সেটের ম্যাচে অনবদ্য জয়। নোভাক জকোভিচকে হারিয়ে খেতাব জিতেছেন আলকারাজ। কেরিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম। তাও আবার জকোভিচের মতো মাস্টারকে হারিয়ে। কার্লোসের আক্রমণাত্মক খেলার ধরন, কোর্টে আচরণ নজরকাড়ার মতোই। এমনকি আলকারাজের সঙ্গে বিরাট কোহলিরও তুলনা! কেন এমনটা? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

বিশ্ব ক্রিকেটে সবচেয়ে চর্চিত নাম কোনটা? ক্রিকেট বিশেষজ্ঞরা অনেকের নামই বলতে পারেন। ক্রিকেট সমর্থকরাও ভিন্ন নাম বলতে পারেন। তবে বেশির ভাগ উত্তরই আসবে, বিরাট কোহলি। আচ্ছা, টেনিস ম্যাচের ধারাভাষ্যকারও যদি কোহলির কথাই বলেন? কার্লোস আলকারাজ উইম্বলডন চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় পুরনো ভিডিয়ো ভাইরাল। যেখানে টেনিসের ধারাভাষ্যকার আলকারাজের সঙ্গে তুলনায় এনেছেন বিরাট কোহলিকে।

স্টেফানোস সিতসিপাস বনাম কার্লোস আলকারাজের ম্যাচের একটি ভিডিয়ো সামনে এসেছে। ভিডিয়োতে দেখা যাচ্ছে, আলকারাজ অনবদ্য একটি ড্রপ শট খেলেন, যা রিটার্ন করতে ব্যর্থ সিতসিপাস। আলকারাজের সেই ড্রপ শটে মুগ্ধ ধারাভাষ্যকার। তা দেখে তিনি বলেন, ‘ঠিক যেন বিরাট কোহলির ক্রিকেট দেখছি, অথবা এনবিএ স্টার মাইকেল জর্ডন।’ তেমনই তাঁর সহযোগী ধারাভাষ্যকার জবাবে বলছেন, ‘সত্যিই দুর্দান্ত। এতটাই সুন্দর, কিছু বলার নেই। মুখে হাসি রাখা যায়।’

সাত বারের উইম্বলনডন চ্যাম্পিয়ন তথা রেকর্ড ২৩টি গ্র্যান্ড স্লাম জয়ী নোভাক জকোভিচকে হারিয়ে বিশ্ব টেনিসে হইচই ফেলে দিয়েছেন আলকারাজ। এটিপি ক্রমতালিকায় বিশ্বের এক নম্বর টেনিস তারকা আলকারাজই।