
উইম্বলডন: বছরের তৃতীয় গ্র্যান্ড স্লাম শুরু হচ্ছে আজ, ২৬ জুন। ঘাসের কোর্টে দ্যুতি ছড়াতে তৈরি টেনিস তারকারা। এ বারের উইম্বলডন (Wimbledon) বিশেষ হতে চলেছে মহিলা টেনিস প্লেয়ারদের জন্য। কারণ, মেয়েদের কথা ভেবে উইম্বলডনে এসেছে নতুন পোশাক নিয়ম। গত বছরের উইম্বলডন চলাকালীন জানা গিয়েছিল, এ বছর ঘাসের কোর্টে খেলার সময় মহিলা টেনিস প্লেয়াররা রঙিন অন্তর্বাস পরতে পারেন। এ বার উইম্বলডনের আয়োজকদের সেই যুগান্তকারী সিদ্ধান্ত বাস্তবায়িত হওয়ার পালা। যে টুর্নামেন্টে সাদার প্রাধান্য, অন্য রঙের প্রবেশ নিষিদ্ধ ছিল, সেখানে মহিলাদের মাসিকের (Periods) কথা ভেবে পোশাক নিয়ম শিথিল করল উইম্বলডন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
মহিলা টেনিস প্লেয়ারদের ঋতুচক্রের কথা মাথায় রেখে অল ইংল্যান্ড ক্লাব যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে। পিরিয়ডস চলাকালীন টেনিস কোর্টে সাদা পোশাক পরে নামতে অনেক মহিলা প্লেয়ারই অস্বস্তি বোধ করতেন। এ বার থেকে তেমনটা আর হবে না। এ বারের উইম্বলডনে আর সাদা নয়, গাঢ় রঙের অন্তর্বাস পরতে পারবেন মহিলা টেনিস প্লেয়াররা।
উইম্বলডনের সঙ্গে ‘অল হোয়াইট’ বরাবরই জড়িত। এ বার তাতে বদল আসছে। গত বারের ফাইনালিস্ট তিউনিশিয়ার অনস জাবেউর এই রঙিন অন্তর্বাস নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি দু’টি বিষয়ে দৃষ্টিপাত করার কথা বলেন। প্রথমত, এটা নিয়ে অতিরিক্ত ভাবার দরকার নেই। আর দ্বিতীয়ত, কোনও মহিলা টেনিস প্লেয়ার রঙিন অন্তর্বাস পরলে সকলেই জানতে পারবে যে তার পিরিয়ডস চলছে। তাই অনসের মনে হয় না, এতে কোনও ভালো দিক রয়েছে। একইসঙ্গে অনস জানান, তিনি রঙিন অন্তর্বাস পরার পথে হাঁটবেন না। যদি সকল মহিলা প্লেয়াররা রঙিন অন্তর্বাস পরে তা হলে বিষয়টি আলাদা হবে। একইসঙ্গে অনস উইম্বলডনের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন। কোর্টে মহিলা প্লেয়ারদের স্বস্তির দিকটি যে আয়োজকরা ভাবছে, তাতে অনস খুশি।
উইম্বলডনে বরাবরই পোশাক নিয়ে কড়াকড়ি থাকে। ২০১৪ সাল থেকে সেই নিয়ম আরও কড়া হয়। উইম্বলডনে প্লেয়ারদের যে পোশাকবিধি রয়েছে তা উইম্বলডনের ক্লোদিং ও ইকুইপমেন্ট বিভাগে পরিষ্কার করে উল্লেখ করা রয়েছে –