Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mike Tyson: লিমুজিনে তুলে ধর্ষণ! কিংবদন্তি মাইক টাইসনের বিরুদ্ধে মামলা দায়ের

বয়স ষাটের দিকে এগোলেও বিতর্ক এখনও পিছু ছাড়ছে না তাঁর। টাইসনের বিরুদ্ধে ধর্ষণের মতো ঘৃণ্য অভিযোগ করেছেন এক মহিলা।

Mike Tyson: লিমুজিনে তুলে ধর্ষণ! কিংবদন্তি মাইক টাইসনের বিরুদ্ধে মামলা দায়ের
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jan 25, 2023 | 2:10 PM

ওয়াশিংটন: অতীতে বহুবার জেল খেটেছেন। বউ পেটানো, ধর্ষণ, লোকের গায়ে হিংস্র কুকুর ছেড়ে দেওয়া, বিমানে সহযাত্র্রীর মুখে ঘুঁষি, গাঁজার ব্যবসা। আমেরিকার কিংবদন্তি হেভিওয়েট বক্সার মাইক টাইসনের (Mike Tyson) সঙ্গে বিতর্কের এক ঘরে বাস। বয়স ষাটের দিকে এগোলেও বিতর্ক এখনও পিছু ছাড়ছে না তাঁর। টাইসনের বিরুদ্ধে ধর্ষণের মতো ঘৃণ্য অভিযোগ করেছেন এক মহিলা। তবে ঘটনাটি সাম্প্রতিক নয়। মহিলার দাবি অনুযায়ী, নব্বইয়ের দশকের প্রথমদিকে নিউইয়র্কের অ্যালবেনিতে ওই ঘটনা ঘটে। অভিযোগকারিণী সেখানেই মামলা দায়ের করেছেন। মহিলার দাবি, তাঁকে লিমুজিনে তুলে ধর্ষণ (Rape Accused) করা হয়েছিল। ঘটনার পর বেশ কয়েকবছর ধরে শারীরিক, মানসিক আঘাত ভোগ করেছেন তিনি। ৫ মিলিয়ন আমেরিকান ডলার ক্ষতিপূরণ চেয়ে মামলা দায়ের করেছেন তিনি। বিস্তারিত TV9 Bangla-য়।

কোন সালে বা কোন তারিখের এই ঘটনা, তা এতদিন পর ঠিকঠাক বলতে পারেননি ওই মহিলা। তবে জানিয়েছেন, ঘটনাটি নব্বইয়ের দশকের প্রথমদিকের। নিউইয়র্কের অ্যালবেনির এক নাইট ক্লাবের দু’জনের পরিচয়। সেই সময় ওয়াশিংটনে একটি বিউটি প্যাজেন্ট প্রতিযোগিতা চলছিল। তারই প্রতিযোগী ছিলেন ওই মহিলা। নাইটক্লাবে টাইসনের সঙ্গে পরিচয় হওয়ার পর মহিলাকে তাঁর বিলাসবহুল লিমুজিনে চড়ার আমন্ত্রণ জানান বক্সার। নির্যাতিতা বলেছেন, “গাড়িতে চড়ার পরই টাইসন শরীরের বিভিন্ন জায়গায় হাত দিতে শুরু করে। জোর করে চুমু খাওয়ার চেষ্টাও করেন। আমি অনেক বার থামতে বলেছি। কিন্তু কোনও কথায় কান না দিয়ে লাগাতার আমার উপর আক্রমণ চালায়। এরপর ধর্ষণ করে।”

জানা গিয়েছে, অ্যাডাল্ট সারভাইভার্স অ্যাক্টের অধীনে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। এই ধারা তৈরি হয়েছে কয়েক বছর বা কয়েক দশক আগে যৌন নিপীড়নের শিকার হওয়া মানুষদের সাহায্যার্থে। ঘটনার কথা সর্বপ্রথমে প্রকাশ্যে এসেছিল টাইমস ইউনিয়ন অব অ্যালবেনির প্রতিবেদনের কারণে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।