Carlos Alcaraz: প্রথম বার উইম্বলডনের সেমিফাইনালে কার্লোস আলকারাজ

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jul 13, 2023 | 10:21 AM

Wimbledon 2023: এ বারের উইম্বলডনে স্প্যানিশ টেনিস তারকা কার্লোস আলকারাজ শীর্ষবাছাই। নিজের পারফরম্যান্সেও সেই ছাপ রাখছেন এই তরুণ তুর্কি।

Carlos Alcaraz: প্রথম বার উইম্বলডনের সেমিফাইনালে কার্লোস আলকারাজ
Carlos Alcaraz: প্রথম বার উইম্বলডনের সেমিফাইনালে কার্লোস আলকারাজ

Follow Us

উইম্বলডন: কে বলবে তাঁর বয়স মাত্র ২০ বছর। যদিও এই প্রথম নয়, তিনি এর আগেও টেনিস দুনিয়াকে চমকে দিয়েছেন। কথা হচ্ছে ২০২২ সালের ইউএস ওপেন চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজকে নিয়ে। এ বারের উইম্বলডনের (Wimbledon) শীর্ষবাছাই স্প্যানিস টেনিস তারকা কার্লোস আলকারাজ (Carlos Alcaraz)। তিনি অপ্রতিরোধ্য। তা বার বার প্রমাণ করছেন। ঘাসের কোর্টে পুরুষদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে আলকারাজ তাঁর ছেলেবেলার বন্ধু হোল্গার রুনকে হারিয়েছেন। এই প্রথম বার উইম্বলডনের সেমিফাইনালে উঠলেন কার্লোস আলকারাজ। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

সেন্টার কোর্টে উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিলেন ছেলেবেলার ২ বন্ধু। দু’জনেরই বয়স কুড়ি। মাত্র ৬ দিনের ছোট-বড় তাঁরা। এই প্রথম বার উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে অনূর্ধ্ব-২১ এর ২ জন টেনিস প্লেয়ার মুখোমুখি হলেন। এ বারের উইম্বলডনের ষষ্ঠ বাছাই ছিলেন হোল্গার রুন। আর কার্লোস শীর্ষ বাছাই। শেষ আটের লড়াইয়ে আলকারাজের কেরামতির সঙ্গে পেরে ওঠেননি হোল্গার রুন। তাই শেষ অবধি ম্যাচের ফল হয় ৭-৬ (৩), ৬-৪, ৬-৪। যা যায় কার্লোস আলকারাজের পক্ষে।

উইম্বলডনের শেষ চারে উঠে স্পেনের টেনিস স্টার কার্লোস আলকারাজ বলেন, ‘উইম্বলডনের সেমিফাইনালে ওঠার অনুভূতিটা অসাধারণ। আমি যখন থেকে টেনিস খেলা শুরু করেছিলাম, সেই সময় থেকেই এই স্বপ্নটা দেখেছিলাম। উইম্বলডনের সেমিফাইনালে খেলতে পারব, আমার একটা স্বপ্নপূরণ হতে চলেছে।’ বর্তমানে যে ছন্দে রয়েছেন আলকারাজ, তাতে সেমিফাইনালে তাঁর প্রতিপক্ষ দানিল মেদভেদভেকে তিনি হারিয়ে দিলে অবাক হওয়ার কিছু থাকবে না। উল্লেখ্য, চলতি উইম্বলডনের আর এক সেমিফাইনালে মুখোমুখি হবেন সার্বিয়ান টেনিস তারকা নোভাক জকোভিচ এবং ইতালির টেনিস প্লেয়ার জানিক সিনার।

Next Article