বিশ্বের এক নম্বর টেনিস তারকা প্লেয়ার অ্যাশলি বার্টি (Ashleigh Barty) জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন। চলতি বছরের উইম্বলডন চ্যাম্পিয়ন বার্টি নিজের ইন্সটাগ্রামে বাগদানের কথা ঘোষণা করেছেন। ‘ভবিষ্যতের স্বামী’ হিসেবে বার্টি বেছে নিয়েছেন তাঁর দীর্ঘদিনের বন্ধু ও পেশাদার গল্ফার গ্যারি কিসিককে (Garry Kissick)।
ইন্সটাগ্রামে অ্যাশ বার্টি গ্যারি কিসিকের সঙ্গে ছবি পোস্ট করে লেখেন, “ভবিষ্যতের স্বামী।” ছবিতে দেখা যায় বার্টির হাতে জ্বলজ্বল করছে এনগেজমেন্ট রিংও। বিশ্বের এক নম্বর টেনিস তারকার পোস্টে শুভেচ্ছাবার্তার জোয়ার বয়ে গিয়েছে। ডব্লিউটিএ (WTA) ও টেনিস অস্ট্রেলিয়ার তরফে লেখা হয়, “দু’জনকে অভিনন্দন।” দশখানা হৃদয়ের ইমোজি দিয়ে শুভেচ্ছা জানান রোমানিয়ান টেনিস তারকা সিমোনা হালেপ (Simona Halep)।
অ্যাশ বার্টির পাশাপাশি গ্যারি কিসিকও ইন্সটাগ্রামে দু’জনের ছবি পোস্ট করে লিখেছেন, “আমি তোমাকে ভালোবাসি অ্যাশলি বার্টি।”
টানা তিন বার বিশ্ব ব়্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা অ্যাশ বার্টি সেপ্টেম্বরে ইউএস ওপেনের তৃতীয় রাউন্ড থেকে বিদায় নেওয়ার পর আরও কোনও টুর্নামেন্টে খেলেননি। তার পরও এক মরসুমে তিনি পাঁচটি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়ে বিশ্বের এক নম্বর টেনিস তারকার স্থান দখল করে নিয়েছেন। স্টেফি গ্রাফ (Steffi Graf), মার্টিনা নাভরাতিলোভা (Martina Navratilova), সেরেনা উইলিয়ামস (Serena Williams) ও ক্রিস এভার্টের (Chris Evert) পর অ্যাশলে বার্টি পঞ্চম মহিলা টেনিস প্লেয়ার যিনি টানা তিন বছর বিশ্বের এক নম্বর হয়ে মরসুম শেষ করছেন।