
কলকাতা: কাশ্মীরের পহেলগাঁওতে ঘটে যাওয়া নির্মম ঘটনার রেশ আগেই পড়েছিল খেলার মাঠে। এবার সেই আঁচ গিয়ে পড়ল সমাজমাধ্যমেও। সদ্য কাশ্মীরে সাধারণ পর্যটকদের উপরে জঙ্গিরা হামলা চালায়। তাতে প্রাণ হারান প্রায় ২৬ জন। এই ঘটনার জেরে ভারতীয় সরকার পাকিস্তানের উপরে ক্ষুব্ধ হয়ে একাধিক সম্পর্ক ছিন্ন করেছে। খেলার মাঠেও পড়েছে এর প্রভাব। এ বার একাধিক পাকিস্তানি ইউটিউব চ্যানেল ও পাকিস্তানি সেলিব্রিটির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ভারতে নিষিদ্ধ করেছে কেন্দ্রীয় সরকার।
পাকিস্তানি জ্যাভলিন থ্রোয়ার আর্শাদ নাদিম, যিনি আবার নীরজ চোপড়ার বন্ধুও, তাঁর ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হল ভারতে। এ দেশে তাঁর ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট খুললেই দেখা যাচ্ছে, “Account not available in India. This is because we complied with a legal request to restrict this content.” পহেলগাঁওতে ঘটে যাওয়া জঙ্গিদের হামলায় একাধিক মানুষ মারা গিয়েছেন। ও বেশ কয়েক জন আহত হয়েছেন। এই ঘটনার পরে সোশ্যাল মিডিয়া জনপ্রিয় পাকিস্তানিদের একাধিক অ্যাকাউন্ট ভারতে বন্ধ হতে চলেছে।
এই সপ্তাহের শুরুতে ভারতীয় সেনাবাহিনী এবং নিরাপত্তা সংস্থাগুলির বিরুদ্ধে উস্কানিমূলক মিথ্যা ও বিভ্রান্তিকর ভুল তথ্য প্রচারের জন্য ভারতে বেশ কয়েকটি পাকিস্তানি ইউটিউব চ্যানেলও নিষিদ্ধ করা হয়েছিল। প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতার, বাসিত আলি এবং শাহিদ আফ্রিদিদেরও ইউটিউব চ্যানেলগুলি বন্ধ করে দেওয়া হয়েছে ভরতে। যদিও আর্শাদের মতো তাঁদের ইন্সটা অ্যাকাউন্ট ভারতে নিষিদ্ধ করা হয়নি। ২৪শে মে বেঙ্গালুরুতে অনুষ্ঠিত এনসি ক্লাসিক জ্যাভলিন ইভেন্টে অংশগ্রহণের কথা ছিল তাঁর। তবে তাঁর আর ভারতে আশা হয়নি। পাকিস্তানি অভিনেতা মাহিরা খান এবং আলি জাফর সহ অন্যান্য বিশিষ্ট পাকিস্তানি সেলিব্রিটিদেরও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলি ব্লক করা হয়েছে ভারতে।