AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Arshad Nadeem: জঙ্গি হানায় বিপর্যস্ত ভারত, নীরজের বিরুদ্ধে নামা হচ্ছে না পাক তারকার!

পাকিস্তানের আচরণে দীর্ঘদিন ধরেই ভারতকে অনেক কিছু সইতে হয়েছে। এ বার আর মেনে নেবে না ভারত। কাশ্মীরের ঘটনার রেশ পড়ল খেলার দুনিয়াতেও।

Arshad Nadeem: জঙ্গি হানায় বিপর্যস্ত ভারত, নীরজের বিরুদ্ধে নামা হচ্ছে না পাক তারকার!
জঙ্গি হানায় বিপর্যস্ত ভারত, নীরজের বিরুদ্ধে নামা হচ্ছে না পাক তারকার!Image Credit: X
| Updated on: Apr 24, 2025 | 5:49 PM
Share

কলকাতা: রাতারাতি বদলে গিয়েছে পরিস্থিতি। পহেলগাঁওয়ে জঙ্গিহানার জন্য কাঠগড়ায় পাকিস্তান। ওয়াঘার ওপারের সঙ্গে যাবতীয় যোগাযোগ ছিন্ন করেছে ভারত। পাকিস্তানের আচরণে দীর্ঘদিন ধরেই ভারতকে অনেক কিছু সইতে হয়েছে। এ বার আর মেনে নেবে না ভারত। কাশ্মীরের ঘটনার রেশ পড়ল খেলার দুনিয়াতেও। বেঙ্গালুরুতে চলছে এনসি ক্লাসিক ইভেন্ট। নীরজ চোপড়ার আমন্ত্রণে উপস্থিত হওয়ার কথা ছিল পাকিস্তানের জ্যাভলিন তারকা আর্শাদ খানের। কিন্তু নীরজের আমন্ত্রণের পরেও ভারতে আসছেন না আর্শাদ। যদিও কারণ হিসেবে তুলে ধরেছেন এশিয়ান চ্যাম্পিয়নশিপ। কিন্তু ওই টুর্নামেন্ট না থাকলেও কি এ দেশে ঢোকার ভিসা পেতেন পাক তারকা?

জ্যাভলিন বিশ্বে দুই মহাতারকা ভারতের নীরজ চোপড়া ও পাকিস্তানের আর্শদ নাদিম। পর পর দুই অলিম্পিকের সোনা জিতেছেন ভারত-পাকিস্তানের দুই ছেলে। এঁদেরই মুখোমুখি হওয়ার কাথ ছিল বেঙ্গালুরুতে। আর্শাদ বুধবার বলেছেন যে, তিনি ২৪ মে বেঙ্গালুরুতে অনুষ্ঠিত এনসি ক্লাসিক জ্যাভলিন ইভেন্টে অংশগ্রহণ করতে পারবেন না। নীরজ চোপড়ার আমন্ত্রণ পেয়েছেন। কিন্তু আসন্ন এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের জন্য তাঁর প্র্যাক্টিসের সময়ের সঙ্গে এই ইভেন্টের তারিখ এক হয়ে যাচ্ছে। তবে নীরজের কাছে এই ইভেন্টে আমন্ত্রণ পাওয়ার জন্য কৃতজ্ঞ। আর্শাদ বলেছেন, “এনসি ক্লাসিক ইভেন্টটি ২০শে মে থেকে শুরু হবে। ২২শে মে এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের জন্য কোরিয়া যাওয়ার কথা।” ২৭ থেকে ৩১ মে পর্যন্ত কোরিয়ার গুমিতে হবে এশিয়ান চ্যাম্পিয়নশিপ। তারই জন্য তৈরি হচ্ছেন আর্শাদ।

তবে কি শুধু এটাই কারণ ?নাকি কাশ্মীরে জঙ্গি হানার পরে বর্তমানে ভারত ও পাকিস্তানের যে সমস্যা সেই কারণেই তিনি এলেন না। ইতি মধ্যে ভারতে থাকা পাকিস্তানের নাগরিকদের এক সপ্তাহের মধ্যে দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে ভারত সরকার। পাকিস্তানিদের ভিসা দেওয়াও বন্ধ এই ঘটনার পরে।