ভারতীয় হকিতে পরিস্থিতি যেন এমনই। সোনালি অধ্যায় এখন শুধুই ইতিহাসের পাতায়। অলিম্পিকে ভারতের ঝুলিতে সবচেয়ে বেশি পদক এসেছে এই ইভেন্টেই। একডজন পদক জিতেছে ভারতীয় হকি দল। এর মধ্যে আটটি সোনার পদক! ১টি রুপো এবং তিনটি ব্রোঞ্জ। কিন্তু ৪১ বছর ধরে খরা চলছে অলিম্পিকের মঞ্চে। প্যারিস অলিম্পিকে কি সেই খরা কাটবে? নাকি আমাদের সেটাই বলে যেতে হবে, ‘সেই যে সোনালি অধ্যায়…’! অলিম্পিকের ইতিহাসে ভারতীয় হকি টিমকে নিয়ে রইল বিশেষ প্রতিবেদন।
এখন যেন ঘণ্টার হিসেবে অপেক্ষা প্যারিস অলিম্পিকের। গ্রেটেস্ট শো অন আর্থ নিয়ে অপেক্ষা থাকবে এমনটাই স্বাভাবিক। তেমনই প্রত্যাশাও পাহাড়প্রমাণ। ১৯০০ সালে শুরু হয়েছিল বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া ইভেন্ট। এখনও অবধি অলিম্পিকের ইতিহাসে ভারত মোট ৩৫টি পদক জিতেছে। এর মধ্যে ১২টি পদক শুধু হকি টিমের সৌজন্যেই। অলিম্পিকের এক সংস্করণে এখনও অবধি ভারতের সবচেয়ে বড় সাফল্য টোকিওতে। গত সংস্করণে সাতটি পদক জিতেছিল ভারত। এ বার সেই সংখ্যা ছাপিয়ে যাওয়ারই লক্ষ্য থাকবে। বাড়তি নজর থাকবে হকি টিমের দিকেও।
বিশ্বের অতি প্রাচীণ খেলা হকি। এর শুরু হয়েছিল আনুমানিক ১৫২৭ সালে স্কটল্যান্ডে। ভারতে হকির আতুঁরঘর বলা যায় কলকাতাকেই। ১৮৫৫ সালে কলকাতায় হকি ক্লাব তৈরি হয়েছিল। ১৯২৫ সালে গঠিত হয় ভারতীয় হকি সংস্থা। তার এক বছর আগেই গঠন হয়েছিল আন্তর্জাতিক হকি সংস্থার। ভারতীয় হকি দল প্রথম বার অলিম্পিকে অংশ নেয় ১৯২৮ সালে।
শুরুতেই সোনা। ভারতীয় হকি দলের ক্ষেত্রে এমনটাই হয়েছিল। ১৯২৮ সালে আমস্টারডাম অলিম্পিকে প্রথম বার অংশ নেয় ভারত। অভিষেকেই সোনা জেতে ভারতীয় হকি দল। পাঁচ ম্যাচে ২৯ গোল করেছিল ভারত। এর মধ্যে কিংবদন্তি ধ্যানচাঁদ একাই করেছিলেন ১৪টি গোল।
সোনার হ্যাটট্রিক। ১৯২৮ অলিম্পিকে সোনালি অধ্যায়ের শুরু। পরবর্তী দুটি অলিম্পিকেও সোনার পদক জিতে হকিতে হ্যাটট্রিক করে ভারত। এর মধ্যে ১৯৩২-এর অলিম্পিকে আমেরিকাকে ২৪-১ ব্যবধানে হারিয়েছিল ভারত।
১৯৮০ সালে মস্কো অলিম্পিকের পর থেকেই ভারতীয় হকির পতন শুরু। সেই অলিম্পিকেই শেষ বার সোনার পদক জিতেছিল ভারত। সোনা দূর অস্ত এরপর ছিল পদকের খরা। অবশেষে গত বার টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ পদক জেতে ভারত। এ বার অপেক্ষা সোনার পদকের। প্যারিস অলিম্পিকে ২৭ জুলাই নিউজিল্যান্ডের বিরুদ্ধে অভিযান শুরু করবে ভারত। লক্ষ্য বড়, রাস্তা কঠিন।