PARIS 2024: এ বারও অলিম্পিক পদক মিস বাঙালির, মিক্সড টিম ইভেন্টে চতুর্থ অঙ্কিতা-ধীরাজ

Paris Olympics 2024: অলিম্পিকে কখনও পদক আনতে পারেননি ভারতীয় আর্চাররা, এই অভিযোগ মুছে ফেলতে পারতেন অঙ্কিতা-ধীরাজরা তা হল না। তবে ভারতীয় আর্চারির ইতিহাসে সবচেয়ে ভালো পারফর্মও করে গেলেন তাঁরা। এর আগে কখনওই পদক ম্যাচ খেলেননি কোনও ভারতীয়।

PARIS 2024: এ বারও অলিম্পিক পদক মিস বাঙালির, মিক্সড টিম ইভেন্টে চতুর্থ অঙ্কিতা-ধীরাজ
Image Credit source: PTI, X

| Edited By: দীপঙ্কর ঘোষাল

Aug 02, 2024 | 8:30 PM

প্যারিস: বাংলার কপালে বোধহয় এ বারও অলিম্পিক পদক নেই! অলিম্পিকের ইতিহাসে বাঙালি অনেকবার নাম লিখেয়েছে ঠিকই, কিন্তু পদকের ঝুলি শূন্য বাংলার। প্যারিস থেকে এ বারও হয়তো শূন্য হাতেই ফিরতে হবে বাংলাকে। ২০১২ সালে পদকের খুব কাছে চলে গিয়েছিলেন এক বাঙালি শুটার জয়দীপ কর্মকার। কিন্তু অল্পের জন্য চতুর্থ হয়েছিলেন। ৪ বছর পর রিও অলিম্পিকে আর এক বাঙালির গলায় ঝুলতে পারত ব্রোঞ্জ পদক। কিন্তু ত্রিপুরার বাঙালি দীপা কর্মকার চতুর্থ হয়ে থেকে গিয়েছিলেন। ৮ বছর পর আর এক অলিম্পিকে মুছে যেতে পারত বিবর্ণ অতীত। তা হল না। অল্পের জন্য বাঙালি তিরন্দাজ অঙ্কিতা ভকতের গলায় ব্রোঞ্জ পদক ঝোলানো হল না। তিনিও চতু্র্থ হলেন আর্চারি মিক্সড টিম ইভেন্টে। আমেরিকার বিরুদ্ধে ব্রোঞ্চ পদকের ম্যাচে ভারত হেরে গেল ৬-২।

দক্ষিণ কোরিয়ার কাছে দারুণ শুরু করেও শেষ পর্যন্ত হেরে যায় ভারতীয় জুটি ধীরাজ বোম্মাদেভারা ও অঙ্কিতা। ব্রোঞ্জ ম্যাচে কিন্তু অন্য রকম কিছু আশা করা যেতে পারত। অন্তত পদকটুকু আনা যেতে পারত। ধীরাজ ফর্মে ছিলেন। কিন্তু অঙ্কিতা সামলাতে পারলেন না এলোমেলো হাওয়া। যে চারটে সেটে শুরুর শট নিয়েছিলেন অঙ্কিতা, তার মধ্যে একবারই ১০ মেরেছিলেন। বাকি তিনটে ৭, ৮ ও ৮। তাতেই চাপে পড়ে যান ধীরাজ। যদিও তিনি চেষ্টা করেছিলেন। কিন্তু দুই আমেরিকান আর্চার ব্র্যাডি এলিসন ও ক্রেসি কফহোল্ডের মনোবল বেড়ে যায়। খারাপ শট নিলেও তাঁদের চাপে পড়তে হয়নি।

অলিম্পিকে কখনও পদক আনতে পারেননি ভারতীয় আর্চাররা, এই অভিযোগ মুছে ফেলতে পারতেন অঙ্কিতা-ধীরাজরা তা হল না। তবে ভারতীয় আর্চারির ইতিহাসে সবচেয়ে ভালো পারফর্মও করে গেলেন তাঁরা। এর আগে কখনওই পদক ম্যাচ খেলেননি কোনও ভারতীয়। সে দিক থেকে ভাবলে এই পারফরম্যান্স ভারতীয় আর্চারদের নতুন করে স্বপ্ন দেখাবে। আগামী দিনের স্বপ্নের সেই পথে হেঁটেই হয়তো পদক আনতে অঙ্কিতা-ধীরাজরা।