Paris 2024: অলিম্পিকে শুভ-মহরতের অপেক্ষায় ভারতের যে অ্যাথলিটরা…

Jul 24, 2024 | 8:11 PM

Paris Olympics 2024: জাতীয় ও আন্তর্জাতিক স্তরে পরিচিতি গড়ে তুলেছেন। যদিও প্রথম বার নামবেন অলিম্পিকের মঞ্চে। শুধু তাই নয়, এর মধ্যে অনেকেই পদকের দাবিদার। ভারতের পদক সংখ্যা কত হতে পারে, অনেকটাই নির্ভর করবে তাঁদের পারফরম্যান্সের উপর।

Paris 2024: অলিম্পিকে শুভ-মহরতের অপেক্ষায় ভারতের যে অ্যাথলিটরা...
Image Credit source: INSTAGRAM

Follow Us

প্রত্যেকেরই একটা শুরু থাকে। কেউই নতুন নন। তবে অলিম্পিকের বড় মঞ্চে প্রথম। প্যারিসি অলিম্পিকেও ভারতের এমন অনেক অ্যাথলিট রয়েছেন, যাঁরা জাতীয় ও আন্তর্জাতিক স্তরে পরিচিতি গড়ে তুলেছেন। যদিও প্রথম বার নামবেন অলিম্পিকের মঞ্চে। শুধু তাই নয়, এর মধ্যে অনেকেই পদকের দাবিদার। ভারতের পদক সংখ্যা কত হতে পারে, অনেকটাই নির্ভর করবে তাঁদের পারফরম্যান্সের উপর। এক নজরে দেখে নেওয়া যাক, কারা রয়েছেন তালিকায়।

জেনে নিন এমন কয়েকজনের কথা:

  1. সিফ্ট কৌর সামরা: অলিম্পিকে অভিষেক হতে চলেছে এই শুটারের। গত হানঝাউ এশিয়ান গেমসে সোনা জিতেছিলেন। তাও আবার ফাইনালে বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে। প্যারিসে পদকের অন্যতম দাবিদার মনে করা হচ্ছে সামরাকে।
  2. ইশা সিং: শুটিংয়ে ভারতের আরও এক ভরসা। ১৯ বছরের এই শুটার মাত্র ১৩ বছরেই হারিয়েছিলেন ভারতের তারকা শুটার হিনা সিন্ধু, মানু ভাকেরদের। ২০২২ সালে বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন। প্যারিসে পদকের স্বপ্ন দেখাচ্ছেন ইশা।
  3. ধীরজ বোমদেবরা: সঠিক নিশানায় এনেছেন অনেক পদক। এশিয়ান গেমসে রিকার্ভ টিম ইভেন্টে রুপো রয়েছে ভারতের এই তিরন্দাজের। প্যারিসের জন্য প্রথম টিকিট নিশ্চিত করেছিলেন। এখন দেখার অলিম্পিকের মঞ্চে কেমন পারফর্ম করেন।
  4. প্রীতি সাই পাওয়ার: বক্সিংয়ে নিখাত জরিন, লভলিনা বোরগোহাইয়ের পাশাপাশি আরও একটা নাম নিয়ে আলোচনা তুঙ্গে। প্রথম বার অলিম্পিকের মঞ্চে প্রীতি। প্রত্যাশা অনেক বেশি।
  5. ধিনিদি দেশিংহু: প্যারিসে ভারতীয় অ্যাথলিটদের মধ্যে সবচেয়ে কমবয়সী। মাত্র ১৪ বছরের বয়সি ধিনিদির প্রথম অলিম্পিক হলেও সম্ভাবনা অনেক। সঙ্গে অভিজ্ঞ শ্রীহরি নটরাজ থাকায় গাইড করার লোকের অভাব নেই।
  6. রীতিকা হুডা: অলিম্পিকে হেভিয়েস্ট কোটায় (৭৬ কেজি ক্যাটেগরি) টিকিট নিশ্চিত করেছেন রীতিকা। সাক্ষী মালিক যেখানে কুস্তি শিখেছিলেন, সেখান থেকেই উঠে আসা রীতিকার। এ বার সাক্ষীর পথ পেরোনোর অপেক্ষায়। যার প্রধান হল, অলিম্পিক পদক।
  7. শ্রীজা আকুলা: ভারতীয় টেবিল টেনিসে অতি পরিচিত নাম শ্রীজা আকুলা। অলিম্পিকে প্রথম। ভারতের এক নম্বর টেনিস তারকা শ্রীজা। গত আট মাস দুর্দান্ত কেটেছে তাঁর। সবটাই যেন পূর্ণতা পাবে অলিম্পিকের মঞ্চে।
  8. অন্তিম পাঙ্ঘাল: কুস্তিতে আরও একটা কিস্তিমাত হতে পারে অন্তিমের সৌজন্যে। অনূর্ধ্ব ২০ বিশ্ব চ্যাম্পিয়নশিপে দু-বার সেরার শিরোপা জিতেছেন। সিনিয়র স্তরেও পদক জিতেছেন।
  9. রাজকুমার পাল: তাঁর ক্ষেত্রে অবশ্য অন্য সমীকরণও নির্ভর করছে। ভারতীয় হকি দলের গুরুত্বপূর্ণ সদস্য। অল্পের জন্য টোকিও অলিম্পিকের স্কোয়াডে সুযোগ পাননি। এ বার দলে রয়েছেন। টোকিওতে ব্রোঞ্জ এসেছিল হকিতে। খরা কেটেছিল পদকের। তবে সোনার পদকের খরা কাটেনি। এ বার রাজকুমারদের সৌজন্যে সেই হতাশা কাটানোই লক্ষ্য।
Next Article