প্যাট কামিন্সের এক ওভারে ৩০ নিয়ে উচ্ছ্বসিত আইপিএল দুনিয়া

sushovan mukherjee |

Apr 22, 2021 | 3:05 PM

৮ নম্বরে নেমে ৩৪ বলে নট আউট ৬৬ রানের ইনিংস খেলেছিলেন কামিন্স। ২৭ বছরের অজি বোলারের এটাই সর্বোচ্চ টি-টোয়েন্টি রান।

প্যাট কামিন্সের এক ওভারে ৩০ নিয়ে উচ্ছ্বসিত আইপিএল দুনিয়া
ছবি সৌজন্যে: টুইটার

Follow Us

মুম্বই: ক্রিস গেইল, সুরেশ রায়না, বিরাট কোহলি, বীরেন্দ্র শেওয়াগ, শন মার্শ, রাহুল তেওটিয়াদের মধ্যে মিল কী? এঁরা প্রত্যেকেই আইপিএলের (IPL) এক ওভারে ৩০ রান করেছেন। এই তালিকায় এ বার ঢুকে পড়েছেন আর এক অস্ট্রেলিয়ানও। তবে তিনি ব্যাটসম্যান নন। তিনি পেস বোলার প্যাট কামিন্স(Pat Cummins)। স্যাম কারানের এক ওভারে ৪টে ছয়, একটা চার ও ২ রান সহ অবিশ্বাস্য ৩০ করেছিলেন। যা দেখে অনেকেই বলছেন, আইপিএলের দুনিয়ায় এক নতুন হিটারের জন্ম হল।

 

 

৮ নম্বরে নেমে ৩৪ বলে নট আউট ৬৬ রানের ইনিংস খেলেছিলেন কামিন্স। ২৭ বছরের অজি বোলারের এটাই সর্বোচ্চ টি-টোয়েন্টি রান। কামিন্সর ওই বিস্ফোরক ইনিংস দেখে কেকেআর ক্যাপ্টেন ইওন মর্গ্যান বলেছেন, ‘রান তাড়া করতে নেমে আমাদের যা হাল হয়েছিল, তাতে একবারও মনে হয়নি এই জায়গায় পৌঁছতে পারব। সেটা কামিন্সের জন্য হয়েছিল।’
চেন্নাইয়ের বিরুদ্ধে হারলেও নাইটদের দুরন্ত লড়াই দেখে অভিভূত মালিক শাহরুখ খান। বলেছেন, ‘সবাই আজ নিজের সিট ছেড়ে উঠতে পারেনি। কেকেআর দারুণ খেলেছে। যদি পাওয়ার প্লে-টা ভুলতে পারি, টিম সত্যিই অসাধারণ পারফর্ম করেছে। বিশেষ করে রাসেল, কামিন্স আর কার্তিক।’ ধোনির চেন্নাইয়ের বিরুদ্ধে বল হাতে অবশ্য যথেষ্ট মার খেয়েছিলেন কামিন্স। ব্যাট হাতে সেটা যেন পুষিয়ে দেওয়ার জন্যই মাঠে নেমেছিলেন অজি পেসার।

আরও পড়ুন: IPL 2021: কামিন্স-রাসেল ঝড়েও চেন্নাই অধরা কেকেআরের

প্যাট কামিন্স মানে দুরুন্ত গতির বল। পাওয়ার প্লে, ডেথে বিপক্ষকে থামিয়ে দেওয়া অস্ত্রে ভরপুর। সেই তিনিই আইপিএলের নতুন ব্যাটিং অবতার। কেকেআরকে জেতানোর মরিয়া চেষ্টা করেছিলেন ওয়াংখেড়েতে, বুধবার রাতে। যা দেখে মোহিত বিশেষজ্ঞমহলও। আট নম্বরে নামা এই অচেনা কামিন্সকে নিয়ে অনেকেই উচ্ছ্বসিত। বলছেন, ‘কামিন্সের ইনিংসটা কেকেআরকে অনেকটাই ভরসা দেবে। এখন নাইটদের ব্যাটিং গভীরতা আট নম্বর পর্যন্ত গড়াল। বিপক্ষ চাপে থাকবে কেকেআরকে নিয়ে।’
কামিন্সকে নিয়ে উচ্ছ্বাসের মধ্যেও একটা চাপ অবশ্য থাকছেই। প্লে-অফে উঠতে হলে কেকেআরকে দ্রুত জয়ে ফিরতে হবে। ঘুরে দাঁড়ানোর তাগিদই এখন তুলে ধরতে চাইছেন নাইটরা।

Next Article