বিরল রোগে প্রয়াত প্রাক্তন ফুটবলার প্রশান্ত ডোরা

ময়দানের তিন প্রধানেরই প্রতিনিধিত্ব করেছেন প্রশান্ত ডোরা।

বিরল রোগে প্রয়াত প্রাক্তন ফুটবলার প্রশান্ত ডোরা
বিরল রোগে প্রয়াত প্রাক্তন ফুটবলার প্রশান্ত ডোরা
Follow Us:
| Updated on: Jan 26, 2021 | 2:56 PM

কলকাতা: বিরল রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন তিন প্রধানে খেলা প্রাক্তন গোলকিপার প্রশান্ত ডোরা। বেশ কয়েক মাস ধরেই তিনি ভুগছিলেন হিমোফ্যাগোসাইটিক লিম্ফোহিস্টিওসিটোসিসে। এই রোগ সাধারণত শিশুদেরই দেখা যায়। প্রাপ্ত বয়স্কদের এই রোগ প্রায় বিরল। সেই রোগেই মঙ্গলবার সকালে মারা গেলেন তিনি।

প্রশান্ত গত তিনমাস ভর্তি ছিলেন রাজারহাটের এক বেসরকারি হাসপাতালে। প্রায় নিয়মিত রক্ত বদলাতে হত তাঁর। শরীরিক ধকলটা আর নিতে পারলেন প্রশান্ত। রিজার্ভ ব্যাঙ্কে চাকরি করতেন প্রশান্ত। নিজের চিকিত্‍সার জন্য বিপুল অর্থ খরচও করেছেন। বাংলার এই প্রাক্তন কিপারের জন্য তিন প্রধানের কোনও কর্তাই এগিয়ে আসেননি। যা প্রশান্তর কাছে বেশ যন্ত্রণারও ছিল। সেই যন্ত্রণা অবশ্য বেশদিন ভোগও করতে হল না। প্রশান্তর অকাল মৃত্যুতে শোকের ছায়া ময়দানে। এত অল্প বয়সে তাঁর মারা যাওয়া মেনে নিতে পারছেন না কেউই।