Rameshbabu Praggnanandhaa: আনন্দ সিংহাসনচ্যুত, বিশ্ব চ্যাম্পিয়নকে হারিয়ে দেশের এক নম্বর প্রজ্ঞানন্দ
Chess: মাত্র ৫ বছর বয়স থেকে দাবা খেলা শুরু করেছেন। ১৮-বছরে পৌঁছতে পৌঁছতে একাধিক খেতাব অর্জন করে ফেলেছেন প্রজ্ঞানন্দ। তাঁর প্রশংসায় পঞ্চমুখ সকলে। এ বার বিশ্ব চ্যাম্পিয়ন ডিং লিরেনকে হারিয়ে দেশের এক নম্বর দাবাড়ু হওয়ার পর প্রজ্ঞানন্দকে প্রশংসায় ভরিয়েছেন ভারতীয় কিংবদন্তি সচিন তেন্ডুলকর।

কলকাতা: নতুন বছর শুরু… রমেশবাবু প্রজ্ঞানন্দর (Rameshbabu Praggnanandhaa) নতুন রেকর্ড গড়াও শুরু। ফের খবরের শিরোনামে বছর ১৮-র ভারতীয় দাবাড়ু প্রজ্ঞানন্দ। বিশ্ব চ্যাম্পিয়ন ডিং লিরেনকে নেদারল্যান্ডসের উইক আন জি-তে টাটা স্টিল মাস্টার্সে হারিয়েছেন রমেশবাবু প্রজ্ঞানন্দ। চেন্নাইয়ের ছেলে প্রজ্ঞানন্দ বিশ্ব চ্যাম্পিয়ন (World Champion) ডিং লিরেনকে হারিয়ে ভারতের এক নম্বর দাবাড়ু হয়েছেন। তিনি টপকে গিয়েছেন ভারতীয় কিংবদন্তি দাবাড়ু বিশ্বনাথন আনন্দকে।
বর্তমানে রমেশবাবু প্রজ্ঞানন্দর ফিডে রেটিং পয়েন্ট ২৭৪৮.৩। আর বিশ্বনাথন আনন্দের ফিডে রেটিং পয়েন্ট হল ২৭৪৮। অর্থাৎ ০.৩ পয়েন্ট হলেও বিশ্বনাথন আনন্দের থেকে এগিয়ে গিয়েছেন রমেশবাবু প্রজ্ঞানন্দ। ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দের পর প্রথম ভারতীয় হিসেবে প্রজ্ঞানন্দ ক্লাসিক্যাল দাবায় কোনও বিশ্ব চ্যাম্পিয়নকে হারালেন।
টাটা স্টিল দাবায় কালো ঘুঁটি নিয়ে খেলতে নেমে শুরু থেকেই দাপট দেখান প্রজ্ঞানন্দ। চার রাউন্ডে এটাই রমেশবাবু প্রজ্ঞানন্দের প্রথম জয়। কারণ আগের তিনটি রাউন্ডে তিনি ড্র করেছিলেন। ম্যাচের পরে প্রজ্ঞানন্দ Chess.com কে বলেছেন, ‘আমি ভেবেছিলাম আমি খুব সহজেই ম্যাচটা ড্র করতে পারব। তারপর দেখি ও কিছু ভুল চাল দিচ্ছে। আমি অবশ্য তার আশাও করিনি। প্রথম বার ক্লাসিক্যাল দাবায় বিশ্ব চ্যাম্পিয়নকে হারিয়ে ভালো লাগছে।’
মাত্র ৫ বছর বয়স থেকে দাবা খেলা শুরু করেছেন। ১৮-বছরে পৌঁছতে পৌঁছতে একাধিক খেতাব অর্জন করে ফেলেছেন প্রজ্ঞানন্দ। তাঁর প্রশংসায় পঞ্চমুখ সকলে। এ বার বিশ্ব চ্যাম্পিয়ন ডিং লিরেনকে হারিয়ে দেশের এক নম্বর দাবাড়ু হওয়ার পর প্রজ্ঞানন্দকে প্রশংসায় ভরিয়েছেন ভারতীয় কিংবদন্তি সচিন তেন্ডুলকর। সোশ্যাল মিডিয়া সাইট X এ সচিন ভারতীয় তরুণ দাবাড়ুকে নিয়ে একটি বার্তা দিয়েছেন। তিনি লিখেছেন, ‘বিশ্ব চ্যাম্পিয়ন ডিং লিরেনের বিরুদ্ধে এই অসাধারণ জয়ের জন্য রমেশবাবু প্রজ্ঞানন্দকে অনেক অনেক শুভেচ্ছা। ১৮ বছর বয়সে, তুমি শুধু খেলায় আধিপত্য বিস্তার করোনি, বরং ভারতের শীর্ষ স্তরের প্লেয়ার হয়ে উঠেছো। তোমার আসন্ন চ্যালেঞ্জের জন্য শুভেচ্ছা। দাবাতে আন্তর্জাতিক মঞ্চে ভারতেকে গৌরবান্বিত করতে থাকো।’
Big cheers to @rpraggnachess for this remarkable triumph against World Champion, Ding Liren. At the young age of 18, you haven’t just dominated the game but also risen to become India’s top-rated player. Best wishes for your upcoming challenges. Continue to bring glory to India… pic.twitter.com/W7NAqSYnDX
— Sachin Tendulkar (@sachin_rt) January 17, 2024





