
রবীন্দ্র জাডেজার বোন নয়নার বান্ধবী রিভা। সেই সূত্রেই রিভার সঙ্গে জাডেজার প্রথম দেখা হয়েছিল এক পার্টিতে।

২০১৬ সালের আইপিএল চলাকালীন রিভা সোলাঙ্কির সঙ্গে গাঁটছড়া বাঁধেন রবীন্দ্র জাডেজা।

এই ছবি পোস্ট করেই স্ত্রী রিভাকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা।

রাজকোটে বিশাল ধুমধাম করে জাডেজা-রিভার বিয়ে হয়েছিল।

রবীন্দ্র জাডেজা রাজপুত বলে, বিয়ের রীতি অনুযায়ী বন্দুক চালিয়েছিলেন। তাই জাডেজার বিয়ে ঘিরে বিতর্কও তৈরি হয়েছিল। (সৌজন্যে-রবীন্দ্র জাডেজা ইন্সটাগ্রাম ও টুইটার)