Bangla NewsSports Ravindra jadeja wish his wife riva solanki in their 5th wedding anniversary
বিবাহবার্ষিকীতে স্ত্রীকে কী লিখলেন জাডেজা?
'আমাদের পঞ্চম বিবাহবার্ষিকী!! ভালোবাসা দিয়ে ও শান্তিতে আমরা এই যাত্রা চালিয়ে যাব।' এই বার্তাই ভারতীয় দলের তারকা অলরাউন্ডার লিখেছেন তাঁর স্ত্রীর (Riva Solanki) উদ্দেশ্যে। আজ তাঁদের পঞ্চম বিবাহবার্ষিকী (Wedding Anniversary)। বর্তমানে জাডেজা (Ravindra Jadeja) ব্যাস্ত আইপিএল-১৪ (IPL) তে। ৫ বছর আগে আজকের দিনেই রিভা-জাডেজার চার হাত এক হয়েছিল।