REAL MADRID: আট গোলের থ্রিলারে ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Feb 12, 2023 | 6:30 AM

CLUB WORLD CUP: আরও এক বার ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। মরক্কোতে ক্লাব বিশ্বকাপের ফাইনালে সৌদি আরবের ক্লাব আল হিলালকে হারিয়ে খেতাব জিতল রিয়াল। আট গোলের থ্রিলারে রিয়াল মাদ্রিদের জয় ৫-৩ ব্যবধানে। রুদ্ধশ্বাস একটা ম্যাচ উপহার দিল দু-দলই। সৌদি আরবের ফুটবল কতটা উন্নতি করেছে, সেটা এ বার দেখা গিয়েছে কাতার বিশ্বকাপেই। আর্জেন্টিনাকে প্রথম ম্যাচেই হারিয়েছিল সৌদি আরব। জাতীয় দলের ১৩ জন ফুটবলারই ছিলেন এই আল হিলাল ক্লাবের। তাদের বিরুদ্ধে রিয়ালের ম্যাচ রুদ্ধশ্বাস ভাবেই সমাপ্তি হল। সব মিলিয়ে ৫ বার ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। পুরনো টুর্নামেন্ট অর্থাৎ ইন্টার কন্টিনেন্টাল টুর্নামেন্ট ধরলে আট বার চ্যাম্পিয়ন হল স্প্য়ানিশ ক্লাব।

1 / 8
আরও এক বার ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। মরক্কোতে ক্লাব বিশ্বকাপের ফাইনালে সৌদি আরবের ক্লাব আল হিলালকে হারিয়ে খেতাব জিতল রিয়াল। (ছবি : টুইটার)

আরও এক বার ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। মরক্কোতে ক্লাব বিশ্বকাপের ফাইনালে সৌদি আরবের ক্লাব আল হিলালকে হারিয়ে খেতাব জিতল রিয়াল। (ছবি : টুইটার)

2 / 8
আট গোলের থ্রিলারে রিয়াল মাদ্রিদের জয় ৫-৩ ব্যবধানে। রুদ্ধশ্বাস একটা ম্যাচ উপহার দিল দু-দলই। সৌদি আরবের ফুটবল কতটা উন্নতি করেছে, সেটা এ বার দেখা গিয়েছে কাতার বিশ্বকাপেই। (ছবি : টুইটার)

আট গোলের থ্রিলারে রিয়াল মাদ্রিদের জয় ৫-৩ ব্যবধানে। রুদ্ধশ্বাস একটা ম্যাচ উপহার দিল দু-দলই। সৌদি আরবের ফুটবল কতটা উন্নতি করেছে, সেটা এ বার দেখা গিয়েছে কাতার বিশ্বকাপেই। (ছবি : টুইটার)

3 / 8
আর্জেন্টিনাকে প্রথম ম্যাচেই হারিয়েছিল সৌদি আরব। জাতীয় দলের ১৩ জন ফুটবলারই ছিলেন এই আল হিলাল ক্লাবের। তাদের বিরুদ্ধে রিয়ালের ম্যাচ রুদ্ধশ্বাস ভাবেই সমাপ্তি হল। (ছবি : টুইটার)

আর্জেন্টিনাকে প্রথম ম্যাচেই হারিয়েছিল সৌদি আরব। জাতীয় দলের ১৩ জন ফুটবলারই ছিলেন এই আল হিলাল ক্লাবের। তাদের বিরুদ্ধে রিয়ালের ম্যাচ রুদ্ধশ্বাস ভাবেই সমাপ্তি হল। (ছবি : টুইটার)

4 / 8
সব মিলিয়ে ৫ বার ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। পুরনো টুর্নামেন্ট অর্থাৎ ইন্টার কন্টিনেন্টাল টুর্নামেন্ট ধরলে আট বার চ্যাম্পিয়ন হল স্প্য়ানিশ ক্লাব। (ছবি : টুইটার)

সব মিলিয়ে ৫ বার ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। পুরনো টুর্নামেন্ট অর্থাৎ ইন্টার কন্টিনেন্টাল টুর্নামেন্ট ধরলে আট বার চ্যাম্পিয়ন হল স্প্য়ানিশ ক্লাব। (ছবি : টুইটার)

5 / 8
ম্য়াচ শুরুর মাত্র ১৩ মিনিটেই রিয়াল মাদ্রিদকে এগিয়ে দেন তাদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র। ৫ মিনিটের ব্যবধানেই স্কোরলাইন ২-০ করেন ফেডেরিকো ভালভার্দে। (ছবি : টুইটার)

ম্য়াচ শুরুর মাত্র ১৩ মিনিটেই রিয়াল মাদ্রিদকে এগিয়ে দেন তাদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র। ৫ মিনিটের ব্যবধানেই স্কোরলাইন ২-০ করেন ফেডেরিকো ভালভার্দে। (ছবি : টুইটার)

6 / 8
যদিও আল হিলাল সহজে হার মানেনি। ২৬ মিনিয়ে মৌসা মারেগার গোলে ব্য়বধান কমায় সৌদির ক্লাব আল হিলাল। দ্বিতীয়ার্ধে আরও রুদ্ধশ্বাস হয়ে দাঁড়ায় ম্যাচ। বিরতিতে স্কোরলাইন রিয়ালের পক্ষে ২-১। (ছবি : টুইটার)

যদিও আল হিলাল সহজে হার মানেনি। ২৬ মিনিয়ে মৌসা মারেগার গোলে ব্য়বধান কমায় সৌদির ক্লাব আল হিলাল। দ্বিতীয়ার্ধে আরও রুদ্ধশ্বাস হয়ে দাঁড়ায় ম্যাচ। বিরতিতে স্কোরলাইন রিয়ালের পক্ষে ২-১। (ছবি : টুইটার)

7 / 8
দ্বিতায়ার্ধে মাত্র ৪ মিনিটের ব্য়বধানে ফেডেরিকো ভালভার্দে এবং গত বারের ব্য়ালন ডি'অর জয়ী করিম বেঞ্জেমা স্কোরলাইনে রিয়ালের আরও দুটি গোল যোগ করেন। ম্যাচ ফের রোমাঞ্চকর পরিস্থিতিতে নিয়ে যান আল হিলালের লুসিয়ানো ভিয়োত্তো। তাঁর জোড়া গোলও অবশ্য় আল হিলারের হার বাঁচাতে পারেনি। (ছবি : টুইটার)

দ্বিতায়ার্ধে মাত্র ৪ মিনিটের ব্য়বধানে ফেডেরিকো ভালভার্দে এবং গত বারের ব্য়ালন ডি'অর জয়ী করিম বেঞ্জেমা স্কোরলাইনে রিয়ালের আরও দুটি গোল যোগ করেন। ম্যাচ ফের রোমাঞ্চকর পরিস্থিতিতে নিয়ে যান আল হিলালের লুসিয়ানো ভিয়োত্তো। তাঁর জোড়া গোলও অবশ্য় আল হিলারের হার বাঁচাতে পারেনি। (ছবি : টুইটার)

8 / 8
ভিনিসিয়াসের জোড়া গোল এবং ফেডেরিকো ভালভার্দের গোল, ও করিম বেঞ্জেমার সৌজন্য়ে মোট পাঁচ গোল করে রিয়াল মাদ্রিদ। মৌসার এক গোল এবং লুসিয়ানো ভিয়োত্তোর জোড়া সত্ত্বেও ৩-৫ ব্য়বধানে হার আল হিলালের। ফের এক বার ক্লাব বিশ্বকাপে সেরার শিরোপা রিয়ালের। (ছবি : টুইটার)

ভিনিসিয়াসের জোড়া গোল এবং ফেডেরিকো ভালভার্দের গোল, ও করিম বেঞ্জেমার সৌজন্য়ে মোট পাঁচ গোল করে রিয়াল মাদ্রিদ। মৌসার এক গোল এবং লুসিয়ানো ভিয়োত্তোর জোড়া সত্ত্বেও ৩-৫ ব্য়বধানে হার আল হিলালের। ফের এক বার ক্লাব বিশ্বকাপে সেরার শিরোপা রিয়ালের। (ছবি : টুইটার)

Next Photo Gallery