Rohan Bopanna: ডেভিস কাপ থেকে অবসর নিতে চলেছেন বোপান্না, কী বলছেন তার আগে?

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Sep 11, 2023 | 3:05 PM

Davis Cup 2023: ২০০২ সালে প্রথমবার খেলেছিলেন ডেভিস কাপ। ২১ বছর পর থামতে চলেছেন। ডেভিস কাপে পঞ্চাশতম ম্যাচ খেলবেন বোপান্না। হাফসেঞ্চুরি ম্যাচের পরই অবসর নিয়ে নেবেন। সিঙ্গলসে জিতেছেন ১০টা ম্যাচ। হেরেছেন ১৭টা। ডাবলসে জিতেছেন ১২টা ম্যাচ, হেরেছেন ১০টা। সব মিলিয়ে ২২-২৭ জয়-হারের খতিয়ান।

Rohan Bopanna: ডেভিস কাপ থেকে অবসর নিতে চলেছেন বোপান্না, কী বলছেন তার আগে?
ডেভিস কাপ থেকে অবসর নিতে চলেছেন বোপান্না, কী বলছেন তার আগে?

Follow Us

নিউ ইয়র্ক: উইম্বলডনে চমকে দিয়ে সেমিফাইনালে উঠে পড়েছিলেন। বয়স যে স্রেফ সংখ্যা ইউএস ওপেনে (US Open 2023) প্রমাণ করেছেন দিন কয়েক আগেই। ফাইনালে উঠেও চ্যাম্পিয়ন হতে পারেননি। কিন্তু ৪৩ বছর বয়সেও যে ধারাবাহিক থাকা যায়, রোহন বোপান্না (Rohan Bopanna) তার উজ্জ্বল উদাহরণ। টেনিস দুনিয়া তাঁর জাদুতে আচ্ছন্ন। তবু ভারতীয় থেকে গিয়েছেন একই রকম। ওপেন এরায় বোপান্নাকে দেখা যাবে আরও। কিন্তু ডেভিস কাপে (Davis Cup 2023) আর খেলবেন না। ১৬-১৭ সেপ্টেম্বর লখনউতে মরক্কোর বিরুদ্ধে ডেভিস কাপ টাই ভারতের। তাতেই শেষবার নামবেন বোপান্না। দেশের হয়ে শেষবার নামার আগে কী বলছেন তিনি? TV9Bangla Sports এ বিস্তারিত।

২০০২ সালে প্রথমবার খেলেছিলেন ডেভিস কাপ। ২১ বছর পর থামতে চলেছেন। ডেভিস কাপে পঞ্চাশতম ম্যাচ খেলবেন বোপান্না। হাফসেঞ্চুরি ম্যাচের পরই অবসর নিয়ে নেবেন। সিঙ্গলসে জিতেছেন ১০টা ম্যাচ। হেরেছেন ১৭টা। ডাবলসে জিতেছেন ১২টা ম্যাচ, হেরেছেন ১০টা। সব মিলিয়ে ২২-২৭ জয়-হারের খতিয়ান। টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে বোপান্না বলে দিলেন, ‘ছেলেবেলা থেকে একমাত্র লক্ষ্য ছিল দেশের হয়ে প্রতিনিধিত্ব করব। বাবা-মা যখন টেনিসে ভর্তি করিয়ে দিয়েছিলেন, তখন বলেছিলেন, একদিন নিশ্চয়ই দেশের হয়ে খেলব। ২০০২ সালে যখন আমি প্রথম বার ডেভিস কাপে সুযোগ পাওয়ার পর বাবা-মা ক্রুগে বিরাট পার্টি দিয়েছিল। ভারতীয় টিমে পা রাখার পর থেকে ডেভিস কাপে অদ্ভুত বন্ধুত্ব দেখেছিলাম। এখন সেটা আর নেই। ডেভিস কাপ এখন একটা ব্যক্তিগত টুর্নামেন্টে বদলে গিয়েছে।’

কেন এমন বলছেন বোপান্না? ‘সেই পরিবেশ, বন্ধুত্ব আর নেই। সবাই শুধু নিজের ব্যাপারটাই দেখে। প্রত্যেকে নিজেকে নিয়েই ব্যস্ত, চিন্তিত। পুরনো ব্যাপারটা বেশ কয়েক বছর আর পাচ্ছি না। ওই ব্যাপারটা নেই বলে আমি ডেভিস কাপে থেমে যেতে চাইছি, তা নয়।’

শেষ ডেভিস কাপ খেলার আগে বোপান্না নস্টালজিক হয়ে পড়ছেন। ‘লখনঔতে শেষ ডেভিস কাপ খেলার জন্য মুখিয়ে আছি। আমার পরিবার, বন্ধুরা হাজির থাকবে ওই সময়। সব মিলিয়ে ৭৫জন হাজির থাকবে। বেঙ্গালুরুতে হলে সংখ্যাটা ৪০০-৫০০ হত।’

Next Article