Cristiano Ronaldo : মেসিকে চাপে রেখে কেরিয়ারে ৮৫০ গোলের মাইলফলক ছুঁলেন রোনাল্ডো!

সৌদি লিগে পা রাখার পর থেকে দুরন্ত ছন্দে রয়েছে রোনাল্ডো। আল হাজমের বিরুদ্ধে ৮৫০ গোলের মাইলফলক পেরিয়েছেন তিনি।

Cristiano Ronaldo : মেসিকে চাপে রেখে কেরিয়ারে ৮৫০ গোলের মাইলফলক ছুঁলেন রোনাল্ডো!

| Edited By: তিথিমালা মাজী

Sep 03, 2023 | 3:58 PM

রিয়াধ : ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) মানে গোলের বন্যা। কেরিয়ার জুড়ে তাই করেছেন তিনি। ফুটবল জীবনের প্রান্তিক স্টেশনে দাঁড়িয়েও একই রকম আগ্রাসী স্কোরার সিআর সেভেন। সৌদি প্রো লিগে আল নাসেরের (Al Nassr) হয়ে নতুন রেকর্ড করে ফেললেন পর্তুগিজ তারকা। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে ফেরার পর ৮০০ গোলের সেলিব্রেশন করেছিলেন। এ বার আল নাসেরের হয়ে করলেন ৮৫০ গোল। ক্লাব ফুটবলে তিনি সর্বোচ্চ স্কোরার। লিওনেল মেসির (Lionel Messi) সঙ্গে তাঁর গোলের যুদ্ধের শেষ নেই। সেই লড়াইকেই উস্কে দিলেন রোনাল্ডো। লিগের প্রথম দুটো ম্যাচে হেরেছিল আল নাসের। সেই রোনাল্ডোতে ভর করেই আবার জয়ের ফিরেছে টিম। লিগে টানা তিনটে ম্যাচ জিতল আল নাসের। আল হাজমকে ৫-১ হারিয়েছে সিআর সেভেনের টিম। গোল করেছেন তিনিও। বিস্তারিত রইল TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

সৌদি লিগে পা রাখার পর থেকে দুরন্ত ছন্দে রয়েছে রোনাল্ডো। আল হাজমের বিরুদ্ধে ৮৫০ গোলের মাইলফলক পেরিয়ে যাওয়ার পর রোনাল্ডো সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘আর একটা টিমগেমের জয়। আমরা প্রতি ম্যাচেই উন্নতি করছি। আরও এগোতে হবে। কেরিয়ারে ৮৫০ গোল করে ফেললাম। আরও আসবে।’ রোনাল্ডোর এই পোস্টে ভালোবাসা এঁকে দিয়েছেন তাঁর অগণিত ভক্ত। তাঁরই জন্ম আল নাসের বিশ্বব্যাপি প্রতিষ্ঠা পেয়ে গিয়েছে। তিনি যত গোল করবেন, তত সাফল্য পাবে আল নাসের। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড থেকে আল নাসেরে যোগ দেওয়া মোটেও সুখকর ছিল না। কিন্তু গোলের আলো জ্বালিয়ে সব খারাপ লাগা ভুলেছিলেন সিআর সেভেন। ৩৮ বছরের ফুটবলার সৌদির ক্লাবের হয়ে ৩০ ম্যাচে ২৬টা গোল করেছেন। এই মরসুমে এখনও পর্যন্ত এসেছে ৬টা গোল। করেছেন একটা হ্যাটট্রিক। করিয়েছেন দুটো গোল।

সৌদি লিগে বিশ্বের সেরা তারকারা একে একে পা দিচ্ছেন। নেইমারের মতো তারকাও এসে গিয়েছেন। আল হিলাল, আল ইত্তেফাক, আল আহলি, আল ইত্তিহাদের মতো টিমগুলোও এ বার তারকায় ভরপুর। রোনাল্ডোর আল নাসের যে ট্রফি জয়ের জন্য ঝাঁপাতে চাইছে।