e

কলকাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর এক সপ্তাহ আগে নতুন বিতর্ক তুলে দিলেন সঞ্জয় মঞ্জরেকর। ভারতীয় প্রাক্তন ক্রিকেটারের দাবি, টি-টোয়েন্টি বিশ্বকাপ কোনও দিনই ওয়ান ডে বিশ্বকাপের মতো গুরুত্ব বা গ্ল্যামার, কোনওটাই অর্জন করতে পারবে না। নতুন প্রজন্মের কাছে টি-টোয়েন্টি ক্রিকেটের গুরুত্ব অনেক বেশি। কুড়ি-বিশের ফর্ম্যাটকেই তাঁরা বেশি উপভোগ করেন। তাতেই ফোকাস করেন। কিন্তু মঞ্জরেকরের মতো পুরনো প্রজন্ম ওয়ান ডে বিশ্বকাপকেই ‘আসল বিশ্বকাপ’ বলে মনে করেন। যুক্তি অবশ্য তুলে ধরছেন মঞ্জরেকর। যা নিয়ে কিন্তু নতুন বিতর্ক দেখা দিয়েছে।
১৯৯২ ও ১৯৯৬ সালের বিশ্বকাপে ভারতীয় দলের হয়ে খেলতে দেখা গিয়েছিল মঞ্জরেকরকে। মোট ১১টি ম্যাচ খেলেছেন বিশ্বকাপে। তবু ওয়ান ডে বিশ্বকাপই তাঁর কাছে গুরুত্বপূর্ণ। এক্স হ্যান্ডলে একটি টুইট করেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার ও ধারাভাষ্যকার। তাতে লিখেছেন, ‘আমার কাছে বিশ্বকাপ মানে বরাবর ৫০ ওভারের বিশ্বকাপ। টি-টোয়েন্টি ফর্ম্যাট যা দু’বছর অন্তর দেখা যায়, তাকে কোনও ভাবেই বিশ্বকাপের তকমা দেওয়া যায় না। বরং টি-টোয়েন্টি বিশ্বকাপকে আমি ওয়ার্ল্ড টি-টোয়েন্টি বলব।’
ওয়ান ডে বনাম টি-টোয়েন্টি নিয়ে চর্চার কম নেই। অনেকেই বলেন, টি-টোয়েন্টির দাপটে ওয়ান ডে বিশ্বকাপ ক্রমশ ব্যাকফুটে চলে যাচ্ছে। নতুন প্রজন্ম আগ্রহ হারাচ্ছে। কেউ কেউ ওয়ান ডে ফর্ম্যাট তুলে দেওয়ার পক্ষপাতী। কিন্তু মঞ্জরেকরের দলে রোহিত শর্মার মতো ক্রিকেটার রয়েছেন, যাঁরা ওয়ান ডে ফর্ম্যাটে খেলাকে আজও উপভোগ করেন। এবং ওয়ান ফর্ম্যাটের পক্ষে জোরালো সওয়াল করেন। কেউ কেউ আবার বলেন, টি-টোয়েন্টির প্রভাবে টেস্ট ক্রিকেটও কোণঠাসা। যে কারণে পাঁচদিন পর্যন্ত ম্যাচ গড়ায় না। ওয়েস্ট ইন্ডিজের মতো দল রয়েছে, যাদের অনেক ক্রিকেটার টেস্ট এবং ওয়ান ডে খেলার বদলে টি-টোয়েন্টিকেই অগ্রাধিকার দেন। কিন্তু মঞ্জরেকর এবং রোহিত শর্মাদের মতো কিছু প্রাক্তন ও বর্তমানের জন্য ওয়ান ডে ক্রিকেটের ভবিষ্যৎ আজও সুরক্ষিত বলে মনে করছেন কেউ কেউ।