লাল-হলুদ জার্সিতে নতুন ইনিংস শুরু সুব্রত পালের
২০০৮-০৯ মরসুমে শেষবার লাল-হলুদ জার্সিতে খেলেছিলেন সুব্রত।
গোয়া: এসসি ইস্টবেঙ্গলে ফিরলেন সুব্রত পাল। ১৩ বছর পর লাল-হলুদ জার্সিতে খেলতে দেখা যাবে জাতীয় দলের এই গোলকিপারকে। হায়দরাবাদ এফসি থেকে লাল-হলুদে এলেন সুব্রত। অন্যদিকে এসসি ইস্টবেঙ্গল থেকে লোনে হায়দরাবাদ এফসিতে গেলেন শঙ্কর রায়।
আপাতত এই মরসুমের শেষ পর্যন্ত সুব্রতর সঙ্গে চুক্তি হয়েছে লাল-হলুদের। চলতি আইএসএলে তার পারফরম্যান্স দেখেই আগামী মরসুমের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। ৩৪ বছরের সুব্রত এবারের আইএসএলে মাত্র ৬টা ম্যাচ খেলছেন। তার মধ্যে দুটো ম্যাচে গোল হজম করেননি। হাঁটুর চোটের কারণে পরের ম্যাচগুলো খেলতে পারেননি সুব্রত। ফিট হয়ে উঠলেও হায়দরাবাদের প্রথম একাদশে জায়গা হয়নি তারকা এই গোলকিপারের।
আরও পড়ুন:রবিবার জয়ে ফিরতে মরিয়া মহমেডান স্পোর্টিং
লাল-হলুদ গোলের নীচে দেবজিৎ মজুমদার যে ফর্মে রয়েছেন,তাতে এসসি ইস্টবেঙ্গলেও সুব্রতর প্রথম একাদশে জায়গা করে নেওয়া কঠিন। ৪৫টা সেভ করে এই মুহুর্তে সবার আগে দেবজিৎ। ২০০৮-০৯ মরসুমে শেষবার লাল-হলুদ জার্সিতে খেলেছিলেন সুব্রত। সেবার ফেডারেশন কাপও জিতেছিলেন তিনি। এবার ইস্টবেঙ্গল জার্সিতে নতুন ইনিংস শুরু সোদপুরের মিষ্টুর।