Return in Bank Deposit: এই ব্যাঙ্কগুলোতে করুন ফিক্সড ডিপোজিট, আপনি পাবেন দারুণ রিটার্ন!
Small Finance Banks: ২ থেকে ৩ বছরের মেয়াদে প্রবীণদের জন্য ৮ শতাংশ সুদ দিচ্ছে উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক। ৫ বছরের মেয়াদে ৮ শতাংশ হারে সুদ দিচ্ছে জন স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক। এ ছাড়াও ৫ বছরের ফিক্সড ডিপোজিটে নিশ্চিত ৮ শতাংশ রিটার্ন দিচ্ছে সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক।

আপনার সঞ্চয়ের মূল্য কি এবার কমতে চলেছে? ২০২৫ সালে কিন্তু বেশ চিন্তায় পড়েছে দেশের সাধারণ মানুষ। চলতি বছরে চারবার রেপোরেট কমিয়ে দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। মোট ১.২৫ শতাংশ রেট কাট হওয়ার ফলে বড় ব্যাঙ্কগুলোতে ফিক্সড ডিপোজিটের রিটার্নও কমেছে হু হু করে। কিন্তু আপনি কি জানেন, এখনও কিছু জায়গায় ফিক্সড ডিপোজিট করলে আপনার টাকা বাড়তে পারে ৮ শতাংশ হারে?
ছোট ব্যাঙ্কে বড় ম্যাজিক!
বড় সরকারি বা বেসরকারি ব্যাঙ্কে দারুণ রিটার্ন না দিলেও কিন্তু দারুণ রিটার্ন দিচ্ছে বেশ কিছু স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক। বিশেষ করে প্রবীণ নাগরিকদের জন্য রিটার্ন এখনও খুবই ভাল এই ধরনের ব্যাঙ্কগুলোয়। তথ্য বলছে, জুন মাসে শেষবার সুদের হার বদল করার পর ESAF স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক দিচ্ছে সর্বোচ্চ ৮.১০ শতাংশ সুদ। ৪৪৪ দিনের মেয়াদে এই রিটার্ন পাওয়া যাচ্ছে।
আর কারা দিচ্ছে দারুণ সুদ?
একাধিক ব্যাঙ্ক একাধিক সময়ের মেয়াদের দারুণ রিটার্ন দিচ্ছে। এর মধ্যে রয়েছে উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক, জন স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক, সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক।
২ থেকে ৩ বছরের মেয়াদে প্রবীণদের জন্য ৮ শতাংশ সুদ দিচ্ছে উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক। ৫ বছরের মেয়াদে ৮ শতাংশ হারে সুদ দিচ্ছে জন স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক। এ ছাড়াও ৫ বছরের ফিক্সড ডিপোজিটে নিশ্চিত ৮ শতাংশ রিটার্ন দিচ্ছে সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক।
আপনার টাকা কি নিরাপদ? অনেকের মনেই প্রশ্ন জাগে, এই ব্যাঙ্কগুলো কি আদৌ নিরাপদ? বিশেষজ্ঞরা বলছেন, ভয় পাওয়ার কোনও কারণ নেই। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অধীনে ডিপোজিট ইন্সিওরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারেন্টি কর্পোরেশন আপনার ৫ লক্ষ টাকা পর্যন্ত জমা অর্থের বিমা নিশ্চিত করে। অর্থাৎ, প্রতিটি ব্যাঙ্কে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ যদি আপনি করেন, তা কিন্তু সুরক্ষিতই থাকবে।
আপনার করণীয় কি? রেপো রেট কমলে ঋণ সস্তা হয়, কিন্তু কোপ পড়ে সঞ্চয়ে। এই অবস্থায় আপনার বিনিয়োগকে ভাগ করে নিন। একটি ব্যাঙ্কে সব টাকা না রেখে ৫ লক্ষ টাকার স্লটে ভাগ করে বিনিয়োগ করুন। তাতে সুরক্ষা ও উচ্চ রিটার্ন; দুটোই আপনার হাতের মুঠোয় থাকবে। আগামী কয়েক মাস সুদের হার আরও কমতে পারে, তাই এখনই নতুন ডিপোজিটের সিদ্ধান্ত নেওয়ার সেরা সময়, বলছেন বিশেষজ্ঞরাই।
