Table Tennis: যুব বিশ্বকাপে পদক জয়ে নজর বাংলার টিটি খেলোয়াড়ের

Bengal Table Tennis Player: টেবল টেনিস পরিবার থেকে উঠে এসেছে অঙ্কুর। বাবা আর মা দুজনেই প্যাডলার ছিলেন। পরিবারের স্বপ্নপূরণের গুরুদায়িত্ব এখন অঙ্কুরের কাঁধে। যুব বিশ্বকাপে চাপ নিতে নারাজ বাংলার প্রতিভাবান প্যাডলার। সতেরো বছরের ছেলের নজরে অলিম্পিক পদক জয়। তবে এর জন্য ধাপে ধাপে এগোতে চায় সে। বিদেশে খেলার অভিজ্ঞতা আছে। তবে স্লোভানিয়া থেকে এ বার সাফল্যের সঙ্গে দেশে ফেরাই লক্ষ্য তার।

Table Tennis: যুব বিশ্বকাপে পদক জয়ে নজর বাংলার টিটি খেলোয়াড়ের
Image Credit source: OWN Photograph

| Edited By: দীপঙ্কর ঘোষাল

Nov 24, 2023 | 9:30 AM

কলকাতা: টেবল টেনিসে এখন বাংলার মুখ অঙ্কুর ভট্টাচার্য। রাজ্য স্তরে চ্যাম্পিয়ন হওয়া যেন জলভাত হয়ে গিয়েছে। রাজ্য টেবল টেনিস টুর্নামেন্টেও এ বার দ্বিমুকুট জিতেছেন। তবে অঙ্কুরের পাখির চোখ আন্তর্জাতিক স্তরে সাফল্য পাওয়া। গোয়াতে জাতীয় গেমসে চারটে পদক জয়ের সুযোগ হাতছাড়া হওয়ায় স্বভাবতই অখুশি। ছেলেদের ডাবলস ফাইনালে সোনা জিততে না পারার আক্ষেপ ভুলতে পারছেন না। সে সব ভুলে অঙ্কুরের নজর এ বার যুব বিশ্বকাপে। স্লোভানিয়ার পথে রওনা দিচ্ছে বাংলার শাটলার। এই নিয়ে তৃতীয় বার যুব বিশ্বকাপ খেলতে যাচ্ছে সে।

টেবল টেনিস পরিবার থেকে উঠে এসেছে অঙ্কুর। বাবা আর মা দুজনেই প্যাডলার ছিলেন। পরিবারের স্বপ্নপূরণের গুরুদায়িত্ব এখন অঙ্কুরের কাঁধে। যুব বিশ্বকাপে চাপ নিতে নারাজ বাংলার প্রতিভাবান প্যাডলার। সতেরো বছরের ছেলের নজরে অলিম্পিক পদক জয়। তবে এর জন্য ধাপে ধাপে এগোতে চায় সে। বিদেশে খেলার অভিজ্ঞতা আছে। তবে স্লোভানিয়া থেকে এ বার সাফল্যের সঙ্গে দেশে ফেরাই লক্ষ্য তার। বিশ্বের প্রথম সারির শাটলারদের সঙ্গে খেলার অভিজ্ঞতা আরও ক্ষুরধার করেছে তাকে। অঙ্কুরকে নিয়ে আশাবাদী কোচ সৌরভ চক্রবর্তীও।

রাজারহাটে নিজের বাড়িতে টেবল টেনিস বোর্ড আছে। শুধু তাই নয় ছোটখাটো একটা জিমের ব্যবস্থাও আছে। সেখানেই কার্যত সারা দিন প্র্যাক্টিস করে অঙ্কুর। অনুশীলনে ব্যক্তিগত কোচের ভূমিকা পালন করে চলেন বাবা অংশুমান ভট্টাচার্য।

টেবল টেনিসে ভালো খেলার জন্য দরকার ফিটনেস আর রিফ্লেক্স। শরীর চর্চার পাশাপাশি রিফ্লেক্স বাড়াতে মেডিটেশনেও জোর দিচ্ছে অঙ্কুর। একই সঙ্গে বড় মঞ্চে পারফরম্যান্সের জন্য চাই স্নায়ুর চাপ সামলে রেখে এগিয়ে যাওয়া। সে দিকেও বিশেষ নজর বাংলার সতেরো বছরের প্যাডলারের। ভালো খেলার জন্য চাই স্পনসর। কারণ টেবল টেনিসে খরচও অনেক। তাই রাজ্য সরকারের সাহায্য চাইছে অঙ্কুরের পরিবার। পর্তুগালে খেলার অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই স্লোভানিয়া থেকে পদক জিতে ফিরতে চায় বাংলার শাটলার। বরোদাতে জোনাল টুর্নামোন্টে অনূর্ধ্ব -১৯ বিভাগে সোনা জিতেছে অঙ্কুর। সেখান থেকেই একরাশ আশা নিয়ে স্লোভানিয়ার উদ্দেশ্যে পাড়ি দিচ্ছে বাংলার টিটি খেলোয়াড়।