
নিউ ইয়র্ক : এবারও কি নতুন চ্যাম্পিয়ন? যুক্তরাষ্ট্র ওপেনে (US Open) পুরুষদের সিঙ্গলসে ছিটকে গেলেন রাফায়েল নাদালও। এমন প্রশ্ন ওঠাই স্বাভাবিক। ২০২০ সালে যুক্তরাষ্ট্র ওপেন চ্যাম্পিয়ন ডমিনিক থিয়েম। গত বার খেতাব জেতেন দানিল মেদভেদেভ। এবার কে! রজার ফেডেরার, রাফায়েল নাদাল, নোভাক জকোভিচ। গত দু বছর বিগ থ্রি-র বাইরের দু জন যুক্তরাষ্ট্র ওপেন জিতেছেন। এ বছর অনবদ্য ছন্দে ছিলেন রাফায়েল নাদাল (Rafael Nadal)। বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন। ফরাসি ওপেনেও চ্যাম্পিয়ন হয়েছেন রাফায়েল নাদাল। উইম্বলডনে চোটের কারণে সেমিফাইনালের আগে সরে দাঁড়ান রাফা। রজার ফেডেরার দীর্ঘদিন কোর্টের বাইরে। কোভিড টিকা না নেওয়ায় যুক্তরাষ্ট্র ওপেনে অংশ নিতে পারছেন না নোভাক জকোভিচ। ২২টি গ্র্যান্ড স্লাম জয়ী রাফায়েল নাদালই ফেভারিট ছিলেন। শেষ ষোলোর লড়াইয়ে রাফায়েল নাদালকে ছিটকে দিলেন ফ্লান্সেস তিয়াফো (Frances Tiafoe)।
The moment that shocked the sports world.
The US Open Radio call from @FTiafoe‘s upset win over Rafa Nadal ⤵️ pic.twitter.com/iCpj1CqBVk
— US Open Tennis (@usopen) September 5, 2022
গ্র্যান্ড স্লামের মঞ্চে দুর্দান্ত ফর্মে ছিলেন রাফায়েল নাদাল। মেজর টুর্নামেন্টে ম্যাচ জয়ের ক্ষেত্রে ২২-০ এগিয়ে ছিলেন স্প্য়ানিশ তারকা। ২০২১ এর ফরাসি ওপেনে নোভাক জকোভিচের পর প্রথম বার গ্র্যান্ড স্লামের মঞ্চে রাফায়েল নাদালকে হারালেন তিয়াফো। তাঁর কেরিয়ারের সবচেয়ে বড় জয়। নাদালকে হারালেন ৬-৪, ৪-৬, ৬-৪, ৬-৩ ব্য়বধানে। আমেরিকার তৃতীয় টেনিস খেলোয়াড় হিসেবে রাফায়েল নাদালকে হারালেন তিয়াফো। ২০০৪ ও ২০০৫ সালে অ্যান্ডি রডিক এবং জেমস ব্লেকের কাছে হেরেছিলেন নাদাল। আমেরিকার তরুণ খেলোয়াড় হিসেবে যুক্তরাষ্ট্র ওপেনে পুরুষদের সিঙ্গলসে কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন তিয়াফো। শেষ বার ২০০৪ এ এই নজির গড়েছিলেন অ্যান্ডি রডিক। এ বছর রাফা যে ছন্দে ছিলেন, তাতে ক্য়ালেন্ডার স্লামেরও প্রত্যাশা করা যেত। উইম্বলডনে চোটের কারণে মাঝপথে সরে দাঁড়াতে হয়েছিল। যুক্তরাষ্ট্র ওপেনে হারে ২৩ নম্বর গ্র্যান্ড স্লামের অপেক্ষা বাড়ল।
মহিলাদের সিঙ্গলসেও অল্পের জন্য ইন্দ্রপতন হয়নি। রাফায়েল নাদালের মতোই বড় ঘটনার সম্মুখীন হতে পারত যুক্তরাষ্ট্র ওপেন। বিশ্বের এক নম্বর ইগা স্বোয়াতেক প্রথম সেট হারেন ২-৬ ব্যবধানে। অবাছাই জুলে নিমেয়ারের বিরুদ্ধে প্রথম সেট হারলেও অনবদ্য প্রত্যাবর্তন স্বোয়াতেকের। পরের দুই সেট এবং ম্য়াচ জিতলেন ৬-৪, ৬-১ ব্যবধানে। যুক্তরাষ্ট্র ওপেনে প্রথমবার কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিলেন ইগা স্বোয়াতেক। কোয়ার্টার ফাইনালে তিনি খেলবেন আমেরিকার জেসিকা পেগুলার বিরুদ্ধে। পেত্রা কিতোভাকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন পেগুলা।