
আজ, ১০ ডিসেম্বর দিনটা ক্রিকেটার ঈশান কিষাণের জীবনে সারাজীবন বিশেষ হয়ে থাকবে। কেন বলুন তো? কারণ আজকের দিনেই ওডিআইয়ের মঞ্চে দ্রুততম দুই শতরান করে রেকর্ড গড়েছিলেন ভারতের অন্যতম তরুণ ব্যাটার ঈশান। (ছবি:X)

যা ঈশানের কেরিয়ারে অন্যতম বড় সাফল্য। আজ, সোশ্যাল মিডিয়ায় সেই ম্যাচের স্মৃতি শেয়ার করেছেন ভারতীয় তারকা। ক্যাপশনে লেখেন, 'ফিরে দেখা সেই দিন।' (ছবি:X)

চট্টোগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে, বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় ওডিআইতে এই রেকর্ড গড়েন ঈশান। (ছবি:X)

১৩১ বলে ২১০ রানের ইনিংস খেলে সকলকে চমকে দেন ঈশান। সেই সঙ্গেই ওয়েস্ট ইন্ডিজ তারকা ক্রিস গেলের রেকর্ড ভেঙে দেন তিনি। (ছবি:X)

২০১৫ বিশ্বকাপে, জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৩৮ বলে ডাবল সেঞ্চুরির রেকর্ড ছিল তারকা ক্রিকেটার গেলের। (ছবি:X)

বাংলাদেশের বিরুদ্ধে সে দিন এক কথায় জ্বলে উঠেছিলেন ঈশান। শেষে ৩৬ তম ওভারে তাসকিন আহমেদের বলে, লিটন দাসের হাতে ধরা দেন তিনি। (ছবি:X)

বিরাট কোহলির সঙ্গে জুটিতে দলকে ২৯০ রান এনে দিয়েছিলেন ঈশান। বিরাটও দুর্দান্ত ফর্মে ছিলেন। ৯১ বলে ১১৩ রান করেন কিং। (ছবি:X)

সব মিলিয়ে সে দিন টাইগারদের বিরুদ্ধে ৪০৯ রান করেছিল ভারত। উইকেট হারিয়েছিল ৮ টি। ২২৭ রানের ব্যবধানে বাংলাদেশকে হারায় ভারত। ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন ঈশানই। (ছবি:X)