TOKYO OLYMPIC 2020 : টাইমস ম্যাগাজিনের সেরাদের তালিকায় শুটার সৌরভ

TV9 Bangla Digital | Edited By: raktim ghosh

Jul 14, 2021 | 3:51 PM

TOKYO OLYMPIC : সৌরভকে নিয়ে টাইম ম্যাগাজিনে লেখা হয়েছে, 'মাত্র ১৯ বছর বয়সেই সেরা জায়গায় পৌঁছে গিয়েছেন সৌরভ। টোকিও সোনা জেতার অন্যতম দাবিদার। ২০১৫ সালে শুটিং শুরু তাঁর। এরই মধ্যে নানা ইভেন্টে ১৪টা সোনা, ৬টা রুপো পেয়েছেন। ২০১৮ সালে সর্ব কনিষ্ঠ অ্যাথলিট হিসেবে সোনা জিতেছিলেন এশিয়ান গেমসে।'

TOKYO OLYMPIC 2020 : টাইমস ম্যাগাজিনের সেরাদের তালিকায় শুটার সৌরভ
সৌরভের মাথায় নতুন পালক

Follow Us

 

নয়াদিল্লি: টোকিও গেমসে( TOKYO OLYMPIC 2021) কাদের দিকে নজর রাখতে হবে? কারা পেতে পারেন পদক? তার একটা সম্ভাব্য তালিকা প্রকাশ করেছে টাইম(TIME) ম্যাগাজিন। সেই তালিকায় একমাত্র ভারতীয় মুখ সৌরভ চৌধুরি (SOURAV CHOWDHURY)। ১৯ বছরের পিস্তল(PISTOL) শুটার(SHOOTER) দারুণ ফর্মে। অলিম্পিকেও নিজেকে মেলে ধরতে চান মিরাটের ছেলে।
টাইম ম্যাগাজিনের তারকাদের তালিকায় সিমোনে বাইলস, নোয়া লিলস, শেলি অ্যান ফ্রেজ়ার প্রাইস, ইলিউদ কিপচোগে, কেভিন ডুরান্টদের মতো অ্যাথলিটরা রয়েছেন। ওই ঝলমলে তালিকায় সৌরভের জায়গা পাওয়া বিরাট ব্যাপার বলেই ধরা হচ্ছে।

সৌরভকে নিয়ে টাইম ম্যাগাজিনে লেখা হয়েছে, ‘মাত্র ১৯ বছর বয়সেই সেরা জায়গায় পৌঁছে গিয়েছেন সৌরভ। টোকিও সোনা জেতার অন্যতম দাবিদার। ২০১৫ সালে শুটিং শুরু তাঁর। এরই মধ্যে নানা ইভেন্টে ১৪টা সোনা, ৬টা রুপো পেয়েছেন। ২০১৮ সালে সর্ব কনিষ্ঠ অ্যাথলিট হিসেবে সোনা জিতেছিলেন এশিয়ান গেমসে।’

গত বছর ১০ মিটার এয়ার পিস্তলে জুনিয়র ও সিনিয়র বিভাগেই রেকর্ড করেছিলেন। তার পরই টোকিও গেমসে নিজের জায়গা করে নেন তিনি। মনু ভাকেরের সঙ্গে মিক্সড ডাবলেও নামবেন তিনি, পদকের জন্য।’

টোকিও গেমসে ভারতীয় শুটারদের পদক জেতার দারুণ সুযোগ রয়েছে। সৌরভ-মনুর পাশাপাশি শুটিং থেকে আরও পদক দেখতে চাইছে ভারতীয় ক্রীড়ামহল।

Next Article