ডাবলিন: অলিম্পিক (Olympics) খেলে দেশে ফিরে এ রকম ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হতে হবে স্বপ্নেও ভাবেননি জ্যাক উলি (Jack Woolley)। তাইকোন্ডোয় আয়ারল্যান্ডের হয়ে অলিম্পিকে প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। দেশে ফিরেই হেনস্থার শিকার হতে হল আইরিশ অ্যাথলিটকে।
বাড়ির কাছেই বন্ধুদের সঙ্গে রাতে আড্ডা দিতে বেড়িয়েছিলেন বাইশ বছরের এই অ্যাথলিট। রাস্তা পারাপারের সময় আচমকাই কয়েকজন অপরিচিত ব্যক্তি জ্যাকের মুখে ঘুসি মারতে থাকে। আঘাত এতটাই গুরুতর হয় যে, জ্যাককে স্থানীয় এক হাসপাতালে ভর্তি করতে হয়। মুখ ভর্তি রক্তের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন আইরিশ অ্যাথলিট। ঘুসিতে জ্যাকের ঠোঁটের উপর-নীচে সেলাইও পড়ে। এখন কিছুটা সুস্থ আছেন আইরিশ অ্যাথলিট। তবে মুখে ব্যথা আছে।
জ্যাকের সঙ্গে দেখা করতে যান অলিম্পিকে সোনাজয়ী আইরিশ বক্সার কেলি হ্যারিংটন। টোকিও গেমসে এ বারই সোনা জিতেছেন কেলি। তবে জ্যাক উলির এই ঘটনায় নিন্দার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়া জুড়ে।