Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TOKYO OLYMPICS 2020 : মেরির পদক সম্ভাবনা কঠিন হচ্ছে

দ্বিতীয় রাউন্ডেই মেরির প্রতিপক্ষ বেশ কঠিন। কলম্বিয়ার ইনগ্রিট ভ্যালেন্সিয়া। যিনি রিও অলিম্পিকে জিতেছিলেন ব্রোঞ্জ।শুধু তাই নয় প্যান আমেরিকান গেমসে সোনাও এসেছে তাঁর ঝুলিতে।

TOKYO OLYMPICS 2020 : মেরির পদক সম্ভাবনা কঠিন হচ্ছে
মেরি কমের সামনে কঠিন লড়াই
Follow Us:
| Edited By: | Updated on: Jul 23, 2021 | 7:53 PM

টোকিওঃ মেরি কমকে নিয়ে ভারত পদক সম্ভাবণা দেখছে শুরু থেকে। শেষ অলিম্পিকে চমকপ্রদ বাউট দেখাবেন আশায় বুক বাঁধছে বক্সিংমহল। টোকিও অলিম্পিকে মেরির লড়াই কি সহজ? পেতে পারেন পদক? সূচি প্রকাশের পর তো চোখ কপালে উঠেছে ভারতীয় বক্সিংমহলের। ভারতের ৪ বক্সার বাই পেয়ে প্রি কোয়ার্টার ফাইনালবে পৌঁছে গেলেও মেরির লড়াই বেশ কঠিন।

প্রথম রাউন্ডে মেরির মুখোমুখি ডমিনিকান রিপাবলিকের মিগুয়েলিনা হার্নান্ডেজ। মেরির লড়াই শুরু ২৫ তারিখ থেকে। সেই ম্যাচ জিতলে দ্বিতীয় রাউন্ডেই মেরির প্রতিপক্ষ বেশ কঠিন। কলম্বিয়ার ইনগ্রিট ভ্যালেন্সিয়া। যিনি রিও অলিম্পিকে জিতেছিলেন ব্রোঞ্জ।শুধু তাই নয় প্যান আমেরিকান গেমসে সোনাও এসেছে তাঁর ঝুলিতে। ফলে লড়াই যে মেরির বেশ কঠিন তা বুঝতে পারছে ভারতীয় বক্সিংমহল।

লন্ডন অলিম্পিকে সোনা জিতেছিলেন। রিও অলিম্পিকে খালি হাতে ফিরতে হয়েছে। ফ্লাইওয়েটে এবার কি মেরির ভাগ্যে জুটবে পদক? শেষ অলিম্পিক। তাই মরিয়া মেরি কমও। এবার অলিম্পিকে সবচেয়ে বেশি সংখ্যক ভারতীয় বক্সার অংশগ্রহণ করছেন অলিম্পিকে। ৯জন। তাঁদের মধ্যে মেরি, অমিত পাঙ্ঘাল, বিকাশ কৃষ্ণাণদের দিকে পদকের জন্য তাকিয়ে বক্সিংমহল। কিন্তু সূচি দেখার পর কপালে ভাঁজ পড়ছে ভারতীয় বক্সিং বিশেষজ্ঞদের।