টোকিওঃ লক্ষ্মীবারে সবাই তাকিয়ে ছিলেন যার দিকে তিনি রবি কুমার দাহিয়া। এবার অলিম্পিকের কুস্তিতে ভারতবাসী যার উপর সবচেয়ে বেশি ভরসা করেছিল তিনি বজরং পুনিয়া। বজরংয়ের নামার আগেই কুস্তিতে ভারতের সামনে এসেছিল সোনা জয়ের সুবর্ণ সুযোগ। তবে আবার হতাশা। তীরে এসে ফের তরী ডুবল। পুরুষদের ৫৭ কেজির ফ্রিস্টাইল কুস্তির ফাইনালে রুশ অলিম্পিক কমিটির উগুয়েভের কাছে হেরে রুপোতেই সন্তুষ্ট থাকতে হল রবি দাহিয়াকে।
প্রতিপক্ষ বিশ্বচ্যাম্পিয়ন। কাগজে কলমে কয়েক মাইল এগিয়ে। তবে সব খেলারই তো একটা অলিখিত নিয়ম আছে, দিন যার ম্যাচ তাঁর। আর দিন বা ম্যাচ কোনওটাই রবি দাহিয়ার ছিলনা। প্রথম পিরিয়ডে তাও একটু লড়াই করেছিলেন রবি দাহিয়া। তবে দ্বিতীয় পিরিয়ডে একবার সতর্ক হওয়ার পরই অনেকটা ডিফেন্সিভ হয়ে যান রবি কুমার দাহিয়া। যার পুরো ফায়দা তোলেন উগুয়েভ। অবশেষে ৪-৭ পয়েন্টে ম্যাচ জিতে নেন বিশ্বচ্যাম্পিয়ন কুস্তিগীর।
India is proud of Ravi Dahiya for winning the wrestling Silver at #Tokyo2020. You came back into bouts from very difficult situations and won them. Like a true champion, you demonstrated your inner strength too. Congratulations for the exemplary wins & bringing glory to India.
— President of India (@rashtrapatibhvn) August 5, 2021
তীব্র দারিদ্র্যের সঙ্গে লড়াই করে রুপো জয়। রবি দাহিয়ার উত্থান বেশ চমকপ্রদ। বিশ্বচ্যাম্পিয়নের বিরুদ্ধে এদিনের লড়াইও ছিল টানটান।থ তবে গতকাল সেমিফাইনাল ম্যাচে প্রতিপক্ষ সামায়েভ ম্যাচের শেষদিকে কামড় বসিয়েছিলেন রবি দাহিয়ার হাতে। যন্ত্রণায় ছটফট করলেও ম্যাচ জিতে শেষ করেছিলেন সেমিফাইনাল ম্যাচ। সেই যন্ত্রণাই কি এদিন কাল হল রবি দাহিয়ার? প্রশ্ন কুস্তিমহলে।
অলিম্পিকের আরও খবর দেখতে ক্লিক করুনঃ টোকিও অলিম্পিক ২০২০