টোকিওঃ শনিবার ভারতের ‘সোনা’বার। স্বাধীনভারতের ইতিহাসে প্রথমবার ট্র্যাক অ্যান্ড ফিল্ডে সোনা জিতে ইতিহাস গড়লেন নীরজ চোপড়া। জ্যাভলিন থ্রোতে বিশ্বকে চমকে দিয়ে ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসনে। পরাধীন ভারতে নর্ম্যান প্রিচার্ড জিতেছিলেন ট্র্যাক অ্যান্ড ফিল্ডে সোনা। তারপর মিলখা সিং থেকে পিটি উষা। অলিম্পিক ট্র্যাক অ্যান্ড ফিল্ডে পদকের খরা কাটাতে পারেননি কেউই। অবশেষে পারলেন। হরিয়ানার ২২ বছরের যুবক। নীরজ চোপড়া।
নীরজের ইতিহাসের দিন ভারতের ঝুলিতে এল আরও একটি পদক। কুস্তিতে ৬৫ কেজি ফ্রিস্টাইলে ব্রোঞ্জ জিতলেন বজরং পুনিয়া। পদকের আশা বজরংকে ঘিরে দেখেছিল ভারত। সেমিফাইনালে হারের পর হতাশ হয়েছিল গোটা দেশ। অবশেষে ব্রোঞ্জ জিতে চলতি অলিম্পিকে কুস্তি থেকে দ্বিতীয় পদক আনলেন বজরং।
এদিন সবচেয়ে বেশি হতাশ করলেন গলফার অদিতি অশোক। সাড়া জাগিয়েও শেষপর্যন্ত চার নম্বরে শেষ করলেন অদিতি। শেষ তিনটি রাউন্ডে কখনও দ্বিতীয় বা কখনও তৃতীয় স্থানে ছিলেন অদিতি। তবে চতুর্থ রাউন্ড শেষে হতাশা বাড়ালেন অদিতি। পদক হাতছাড়া হল ভারতের। আরও একটা।
তবে সব কষ্ট দূর হল দিনের শেষে নীরজ চোপড়ায়। সোনার ছেলে দেশকে গর্বিত করলেন নয়। জ্যাভলিনের মত জনপ্রিয়তার ধারেকাছে না থাকা একটা খেলাকে পৌছে দিলেন এক অন্য উচ্চতায়।
অলিম্পিকের আরও খবর দেখতে ক্লিক করুনঃ টোকিও অলিম্পিক ২০২০
প্রথম থ্রো- ৮৭.০৩
দ্বিতীয় থ্রো- ৮৭.৫৮
তৃতীয় থ্রো- ৭৬.৭৯
চতুর্থ থ্রো- গ্রাহ্য নয়
পঞ্চম থ্রো-গ্রাহ্য নয়
ষষ্ঠ থ্রো- ৮৪.২৪
৮৭.৫৮ মিটার ছুঁড়ে প্রথম প্রচেষ্টাকেও টপকে গেলেন নীরজ
প্রথম প্রচেষ্টায় এখনও ১ নম্বরেই নীরজ। ধারেকাছে কেউ নেই
৮৭.০৩ মিটার ছুড়লেন প্রথম প্রচেষ্টায়
জ্যাভলিন থ্রো ফাইনালে নামছেন নীরজ
ব্রোঞ্জ পদক জিতলেন বজরং পুনিয়া। কুস্তির ৬৫ কেজি ফ্রিস্টাইলে
৮ পয়েন্ট বজরংয়ের
৬ পয়েন্ট বজরংয়ের
৪-০ পয়েন্টে এগিয়ে বজরং
৬৫ কেজি ফ্রিস্টাইল কুস্তিতে ব্রোঞ্জ ম্যাচে নামলেন বজরং
ব্রোঞ্জ পদকের লড়াইয়ে নামবেন বজরং পুনিয়া
আরও এক পদক হাতছাড়া অদিতির। চতুর্থ হলেন অদিতি
বৃষ্টির পর খেলা শুরু। ৪ নম্বরে নেমে গেলেন অদিতি
অদিতি অশোকের খেলা বন্ধ বৃষ্টিতে। ৩ নম্বরে রয়েছেন তিনি
গলফের চতুর্থ রাউন্ডের শুরুতে ৩ নম্বরে অদিতি অশোক