Olympics 2020 Opening Ceremony Highlights: জমকালো উদ্বোধন, ভারতের পতাকা বইলেন মনদীপ-মেরি

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jul 23, 2021 | 10:23 PM

Tokyo Olympics Ceremony 2020 Live Updates in Bengali: দেখুন টোকিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেটস।

Olympics 2020 Opening Ceremony Highlights: জমকালো উদ্বোধন, ভারতের পতাকা বইলেন মনদীপ-মেরি
ভারতীয় দলের পতকাবাহক মেরি-মনপ্রীত (সৌজন্যে-টুইটার)

Follow Us

করোনার (COVID-19) কারণে এক বছর পিছিয়ে গিয়েছে অলিম্পিক (Olympics)। আজ টোকিও অলিম্পিক (Tokyo Olympics) উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়েছে বিকেল ৪.৩০ (ভারতীয় সময় অনুযায়ী)। করোনার কারণে এ বারের উদ্বোধনী অনুষ্ঠান অন্যবারেরে মতো জাঁকজমকপূর্ণ হচ্ছে না। সংক্রমণের ভয়ে অধিকাংশ দেশেরই অ্যাথলিট সরে দাঁড়িয়েছেন ওপেনিং থেকে। ১২৭ জনের টিম নিয়ে অলিম্পিক গিয়েছে ভারত (India)। যার মধ্যে মাত্র ২২জন অ্যাথলিটকে (athletes) দেখা যাবে টোকিও গেমসের (Tokyo Games) অনুষ্ঠানিক উদ্বোধনে। টোকিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের ২২জন অ্যাথলিটের পাশাপাশি উপস্থিত থাকবেন ৬ কর্তাও।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 23 Jul 2021 09:43 PM (IST)

    টোকিওর প্রেসিডেন্ট সেইকো হাসিমোতোর বক্তব্য

  • 23 Jul 2021 09:17 PM (IST)

    টোকিওয় দুর্দান্ত আতসবাজি

    জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে দুর্দান্ত আতবাজি প্রদর্শনী


  • 23 Jul 2021 09:05 PM (IST)

    মশাল জ্বালালেন ওসাকা

    অলিম্পিকের মশাল জ্বালালেন নাওমি ওসাকা।

  • 23 Jul 2021 08:07 PM (IST)

    স্টেডিয়ামে এল অলিম্পিক পতাকা

    অলিম্পিক পতাকাটি ছয় অ্যাথলিট স্টেডিয়ামে বহন করে আনলেন।

  • 23 Jul 2021 08:05 PM (IST)

    অলিম্পিকের শপথ গ্রহণ পর্ব

    অলিম্পিকের শপথগ্রহণে উঠে এল— বিভিন্ন দেশের অংশগ্রহণকারীরা অলিম্পিক গেমসে অংশ নেওয়ার সাথে সাথে অন্তর্ভুক্তি, সাম্যতা এবং অ-বৈষম্যের প্রতিও প্রতিশ্রুতিবদ্ধ

  • 23 Jul 2021 07:48 PM (IST)

    অলিম্পিকের আসরে উদ্বাস্তুরাও ব্রাত্য নন

    অলিম্পিকের মার্চ পাস্টে উপস্থিত ছিল রিফিউজি টিমও।

  • 23 Jul 2021 07:41 PM (IST)

    জাপানি বর্ণমালা অনুযায়ী টোকিও অলিম্পিকে মার্চ পাস্ট

    জাপানি বর্ণমালা অনুযায়ী টোকিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে গ্রীস প্রথম মার্চ পাস্টে ঢোকে

  • 23 Jul 2021 07:39 PM (IST)

    মার্চ পাস্টের শেষে ঢুকল আয়োজক দেশ

    টোকিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে মার্চ পাস্টে সবার শেষে ঢুকল জাপান। যেহেতু তারা আয়োজক দেশ।

  • 23 Jul 2021 07:36 PM (IST)

    মার্চ পাস্টের পর ফটোসেশন মেরিদের

    মার্চ পাস্টের পর ফটোসেশন মেরি-মনপ্রীতদের। মুখে মাস্ক রয়েছে সকলের।

    মার্চ পাস্টের পর ফটোসেশন মেরিদের (সৌজন্যে-টুইটার)

     

     

  • 23 Jul 2021 07:34 PM (IST)

    টোকিওয় নজর কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের

    নয়াদিল্লির মেজর ধ্যান চাঁদ জাতীয় স্টেডিয়াম থেকে অলিম্পিক উদ্বোধনী অনুষ্ঠান দেখলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। ভারতীয় অ্যাথলিটদের শুভেচ্ছাবার্তাও জানান তিনি।

    টোকিওয় নজর কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের (সৌজন্যে-টুইটার)

  • 23 Jul 2021 07:17 PM (IST)

    আতসবাজিতে বরণ টোকিও অলিম্পিক

    দেখুন আতসবাজিতে বরণ হওয়া টোকিও অলিম্পিকের ভিডিও…

  • 23 Jul 2021 07:10 PM (IST)

    জমকালো উদ্বোধনে উঠে এল জাপানের সংস্কৃতি

    টোকিও অলিম্পিকের জমকালো উদ্বোধনে উঠে এল জাপানের সংস্কৃতি। দেখুন ভিডিও…

  • 23 Jul 2021 07:00 PM (IST)

    টোকিওয় নজর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

    টোকিও অলিম্পিকে ভারতীয় দলের মার্চপাস্টের সময় নিজের দফতরে বসে দেখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  দেখতে দেখতে হাততালি দিলেন মোদী।

  • 23 Jul 2021 05:29 PM (IST)

    পতকা হাতে মেরি-মনপ্রীত

    টোকিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় দলের পতকা হাতে মেরি কম ও মনপ্রীত সিং। দেখুন ভিডিও…

  • 23 Jul 2021 05:12 PM (IST)

    মার্চ পাস্টের জন্য তৈরি মনপ্রীতরা

    ভারতীয় দল তৈরি টোকিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে মার্চ পাস্টের জন্য। দেখুন ছবি…

  • 23 Jul 2021 05:09 PM (IST)

    ভারতীয় দলের পতকাবাহক মেরি-মনপ্রীত

    দেখুন টোকিও অলিম্পিকে ভারতীয় অ্যাথলিটদের। ভারতের হয়ে পতকা বহনের দায়িত্বে মেরি কম ও মনপ্রীত সিং

  • 23 Jul 2021 04:45 PM (IST)

    শুরু অলিম্পিক উদ্বোধনী অনুষ্ঠান

    অবশেষে শুরু হল টোকিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান

  • 23 Jul 2021 04:31 PM (IST)

    শুরু হতে চলেছে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান

    আর মাত্র ১০ মিনিট পর শুরু হতে চলেছে টোকিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান

  • 23 Jul 2021 03:07 PM (IST)

    দর্শকশূন্য স্টেডিয়ামে টোকিও গেমস

    টোকিওয় জরুরীকালীন অবস্থার মধ্যেই শুরু হয়েছে অলিম্পিক। দর্শকশূন্য স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে এ বারের টোকিও গেমস। ৮ আগস্ট পর্যন্ত চলবে অলিম্পিক।