AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TOKYO OLYMPICS 2020: র‍্যাঙ্কিং রাউন্ডে প্রথম দশে দীপিকা, অলিম্পিক রেকর্ড দঃ কোরিয়ার ৩ তিরন্দাজের

১২টা রাউন্ডে ৬টা করে মোট ৭২টা তির ছুঁড়তে হয়। তার মধ্যে ১৩টা বুলস আই মেরেছেন দীপিকা কুমারী (Deepika Kumari)। ৩০টা টেন পয়েন্টস। সব মিলিয়ে ৬৬৩ পয়েন্ট সংগ্রহ করেন তিনি। পরের রাউন্ডে ভুটানের কর্মার বিরুদ্ধে লড়বেন দীপিকা।

TOKYO OLYMPICS 2020: র‍্যাঙ্কিং রাউন্ডে প্রথম দশে দীপিকা, অলিম্পিক রেকর্ড দঃ কোরিয়ার ৩ তিরন্দাজের
টোকিও অলিম্পিক ২০২০: ব়্যাঙ্কিং রাউন্ডে নবম স্থানে দীপিকা
| Edited By: | Updated on: Jul 23, 2021 | 10:31 AM
Share

টোকিও: কোভিড (Covid-19) আতঙ্ক আর বিতর্কের মধ্যে দিয়েই শুরু টোকিও অলিম্পিকে (Tokyo Olympics 2020)। তিরন্দাজি ইভেন্ট দিয়ে টোকিও গেমসে যাত্রা শুরু ভারতের। তিরন্দাজিতে র‍্যাঙ্কিং রাউন্ডে প্রথম দশে দীপিকা কুমারী (Deepika Kumari)। ৯ নম্বরে শেষ করলেন ভারতীয় তিরন্দাজ।

৬৬৩ (663) পয়েন্ট সংগ্রহ করেন দীপিকা কুমারী (Deepika Kumari)। শুরুটা ভালো করলেও শেষের দিকে পিছিয়ে পড়েন ভারতীয় তিরন্দাজ। বিশ্বের এক নম্বর হয়েই এই ইভেন্টে নামেন দীপিকা (Deepika Kumari)। শেষ রাউন্ডে পিছিয়ে পড়লেও প্রথম দশে শেষ করেন তিনি। ১২টা রাউন্ডে ৬টা করে মোট ৭২টা তির ছুঁড়তে হয়। তার মধ্যে ১৩টা বুলস আই মেরেছেন দীপিকা কুমারী (Deepika Kumari)। ৩০টা টেন পয়েন্টস। সব মিলিয়ে ৬৬৩ পয়েন্ট সংগ্রহ করেন তিনি। পরের রাউন্ডে ভুটানের কর্মার বিরুদ্ধে লড়বেন দীপিকা।

আরও পড়ুন: Tokyo Olympics 2020: টোকিওয় নিজের সেরাটা দিয়ে নিজেকেই চমকে দিতে চাই: মণিকা বাত্রা

মেয়েদের ব্যক্তিগত ইভেন্টে এক নম্বরে শেষ করলেন দক্ষিণ কোরিয়ার অ্যান সান (Aan San)। র‍্যাঙ্কিং রাউন্ডে ৬৮০ (680) পয়েন্ট সংগ্রহ করেন তিনি। করলেন বিশ্ব রেকর্ডও। ভেঙে দিলেন ২৫ বছরের পুরনো রেকর্ড। আটলান্টা অলিম্পিকে ৬৭৩ পয়েন্ট সংগ্রহ করেছিলেন ইউক্রেনের লিনা হেরাসিনকো। তিরন্দাজিতে মেয়েদের ব্যক্তিগত ইভেন্টে দীপিকার অন্যতম কঠিন প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়ার এই অ্যান সান। প্রথম তিনে শেষ করা প্রত্যেকেই দঃ কোরিয়ার প্রতিযোগী। দ্বিতীয় স্থানে থাকা জ্যাংয়ের সংগ্রহ ৬৭৭ পয়েন্ট। ৬৭৫ পয়েন্ট নিয়ে তিন নম্বরে শেষ করেন ক্যাং।