
জুন-জুলাই মাসে গোটা ইউরোপ জুড়ে হওয়ার কথা ছিল বিশ্ব ফুটবলের অন্যতম বড় ফুটবল ইভেন্ট ইউরো কাপ। কিন্তু করোনার থাবায় সেটা হল না। এক বছর পিছিয়ে ইউরো কাপ ২০২১ পাঠানোর সিদ্ধান্ত নিল উয়েফা। (ছবি-উয়েফা টুইটার)

করোনার কোপ থেকে বাদ গেল না গ্রেটেস্ট শো অন আর্থ। টোকিও অলিম্পিকের স্বপ্নও ভেঙ্গে খানখান ২০২০ সালে। মানসিক, অর্থনৈতিক ধাক্কা সহ্য করে আইওসি একবছর পিছিয়ে দিল অলিম্পিক। (ছবি-অলিম্পিক টুইটার)

বছরের শুরুতে হরমনপ্রীতরা অস্ট্রেলিয়ার মাটিতে টি-২০ বিশ্বকাপ খেললেন। অক্টোবরে মাঠে নামার কথা ছিল বিরাটদের। কিন্তু কোভিড সেই পরিকল্পনাতেও জল ঢেলে দিল। ২০২০ টি-২০ বিশ্বকাপ বন্ধ রাখার সিদ্ধান্ত নিল আইসিসি। ২০২২ সালে ডনের দেশে বসবে টি-২০ বিশ্বকাপের আসর। ২০২১ সালে ভারতেও আছে টি-২০ বিশ্বকাপ। (ছবি-আইসিসি টুইটার)

করোনার আতঙ্ক কাটিয়ে, আইপিএলের হাত ধরে ২০২০তে আনলক হল ভারতীয় ক্রিকেট। আরব দেশে বসল বিলিয়ান ডলার ক্রিকেট লিগ। তবে ক্রিকেটের এই মেগা শো এবার একেবারেই অন্যরকম। ফাঁকা মাঠে ব্যাট বলের লড়াইতে অংশ নিলেন রোহিত-বিরাট-ধোনিরা।পঞ্চমবারের জন্য ট্রফি জয় রোহিতের মুম্বই ইন্ডিয়ান্সের। (ছবি- মুম্বই ইন্ডিয়ান্স টুইটার)

লকডাউনে অনেকটা সময় মাঠের বাইরেই থাকতে হয়েছে তাঁকে। যেটুকু সুযোগ পেয়েছেন তাতে সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু ২০২০ বিরাটের ব্যাট থেকে সেঞ্চুরি এল না। বছরে তিন ধরণের ক্রিকেট মিলিয়ে ২৪টি ইনিংস খেলেছেন সুপার ভি। কিন্তু ২০০৮ সালের পর ২০২০ সালে বিরাটের ব্যাটে সেঞ্চুরির খরা। (ছবি-বিসিসিআই টুইটার)

২০২০ সালের শেষে লজ্জায় মুখ ঢাকল ভারতীয় ক্রিকেট। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩৬ রানে অল আউট বিরাটের দল। ভারতীয় ক্রিকেট ইতিহাসের সর্বনিম্ন স্কোর। অ্যাডিলেডের পিঙ্ক বল টেস্ট ভারতীয় ক্রিকেটের ব্ল্যাক টেস্ট। গত ৬৫ বছরে অস্ট্রেলিয়ার মাটিতে কোনও টিম এত কম রানে অল আউট হয়নি। (ছবি-টুইটার)

২০২০'র বদলা যদিও ২০২০ তেই নিল টিম ইন্ডিয়া। অ্যাডিলেডে হারের জবাব দিয়ে মেলবোর্নে বক্সিং ডে টেস্ট জয় রাহানেদের। অস্ট্রেলিয়ার মাটিতে দাপট দেখালেন বুমরা-অশ্বিনরা। দেশের বাইরে কোনও একটি ভেনুতে সব থেকে বেশি টেস্ট জয়ের রেকর্ড গড়ল ভারত। মেলবোর্নে চারটি টেস্ট জয় টিম ইন্ডিয়ার। (ছবি-বিসিসিআই টুইটার)

৩০ বছর পর প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন লিভারপুল। ২০১৯-২০ মরসুমে প্রিমিয়ার লিগের তাজ দখল করে ক্লপের দল। সাত ম্যাচ বাকি থাকতেই লিগ খেতাব নিশ্চিত করে লিভারপুল।

চলতি বছরে ফুটবল সম্রাট পেলের রেকর্ডকে ছাপিয়ে শীর্ষে সুপারস্টার লিও মেসি। একটি ক্লাবের হয়ে সবথেকে বেশি গোলের রেকর্ড গড়লেন বার্সেলোনার অধিনায়ক। (ছবি-বার্সেলোনা টুইটার)