US Open 2022: বিশ্বের এক নম্বর, দু-জনেই তৃতীয় রাউন্ডে

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Sep 02, 2022 | 7:30 AM

US Open 2022: মেয়েদের সিঙ্গলসে তৃতীয় রাউন্ডে জায়গা করে নিলেন যুক্তরাষ্ট্র ওপেনে তিন-বারের ফাইনালিস্ট ভিক্টোরিয়া আজারেঙ্কা। ইউক্রেনের মার্তা কস্তিউককে ৬-২, ৬-৩ স্ট্রেট সেটে হারালেন আজারেঙ্কা।

US Open 2022: বিশ্বের এক নম্বর, দু-জনেই তৃতীয় রাউন্ডে
Image Credit source: TWITTER

Follow Us

নিউ ইয়র্ক : বিশ্ব ক্রমতালিকায় পুরুষ ও মহিলাদের এক নম্বর দানিল মেদভেদেভ (Daniil Medvedev) এবং ইগা স্বোয়াতেক (Iga Świątek)। যুক্তরাষ্ট্র ওপেনের (US Open 2022) তৃতীয় রাউন্ডে জায়গা করে নিলেন দু-জনই। মহিলাদের সিঙ্গলসে মার্কিন যুক্তরাষ্ট্রের স্লোয়ানে স্টিফেন্সকে ৬-৩, ৬-২ স্ট্রেট সেটে হারালেন ইগা। আর্থার অ্যাশে স্টেডিয়ামে শুরুতে কিছুটা অস্বস্তিতে ছিলেন মহিলাদের টেনিসে বিশ্বের এক নম্বর স্বোয়াতেক। ঘুরে দাঁড়াতে সময় নেননি। পরের রাউন্ডে তাঁর প্রতিপক্ষ মার্কিন যুক্তরাষ্ট্রের লরেন ডেভিস। কেরিয়ারে দুটো গ্র্যান্ড স্লাম জিতেছেন পোলান্ডের তরুণী ইগা। দুটোই ফরাসি ওপেনে। এবার লক্ষ্য যুক্তরাষ্ট্র ওপেন। ২০১৭ সালের যুক্তরাষ্ট্র ওপেন চ্যাম্পিয়ন স্লোয়ানে স্টিফেন্সকে ১ ঘণ্টা ১৪ মিনিটেই ধরাশায়ী করলেন ইগা।

পুরুষদের টেনিসে বিশ্বের এক নম্বর দানিল মেদভেদেভ দাপট বজায় রাখলেন। গত বারের চ্যাম্পিয়ন মেদভেদেভ দ্বিতীয় রাউন্ডে হারালেন ফ্রান্সের আর্থার রিনডেরনেচকে। রাশিয়ান টেনিস তারকার পক্ষে ম্য়াচের ফল ৬-২, ৭-৫, ৬-৩। তৃতীয় রাউন্ড নিশ্চিত করে মেদভেদেভ বলেন, ‘সার্বিকভাবে নিজের পারফরম্যান্সে খুশি। বিশেষত তৃতীয় সেটে। ম্যাচ যত এগিয়েছে খেলায় উন্নতি হয়েছে। ম্যাচ জেতা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। পরের রাউন্ডে আরও ভালো পারফরম্যান্সের জন্য মুখিয়ে রয়েছি।’ এখনও অনেকটা পথ বাকি। তবে মেদভেদেভের নজরে টানা দ্বিতীয় বার যুক্তরাষ্ট্র ওপেন জয়ে নজর। সুইস কিংবদন্তি রজার ফেডেরার ২০০৪-২০০৮ টানা খেতাব জিতেছিলেন। এরপর আর কেউ টানা দু-বার যুক্তরাষ্ট্র ওপেন খেতাব জেতেননি। তৃতীয় রাউন্ডে মেদভেদেভের প্রতিপক্ষ উ ইবিং। চিনের প্রথম পুরুষ খেলোয়াড় হিসেবে যুক্তরাষ্ট্র ওপেনের তৃতীয় রাউন্ডে ওঠার নজির গড়েছেন ইবিং।

মেয়েদের সিঙ্গলসে তৃতীয় রাউন্ডে জায়গা করে নিলেন যুক্তরাষ্ট্র ওপেনে তিন-বারের ফাইনালিস্ট ভিক্টোরিয়া আজারেঙ্কা। ইউক্রেনের মার্তা কস্তিউককে ৬-২, ৬-৩ স্ট্রেট সেটে হারালেন আজারেঙ্কা। চেক প্রজাতন্ত্রের পেত্রা কিতোভা তৃতীয় রাউন্ডে পৌঁছোলেও খেলতে হয়নি তাঁকে। যুক্তরাষ্ট্র ওপেনে দু-বার কোয়ার্টার ফাইনাল অবধি পৌঁছেছেন কিতোভা। ইউক্রেনের প্রতিপক্ষ অ্যানেলিনা কালিনিনা ওয়াকওভার দেওয়ায় তৃতীয় রাউন্ড নিশ্চিত করলেন কিতোভা। মহিলাদের সিঙ্গলসে তৃতীয় রাউন্ডে পৌঁছলেন গার্বিন মুগুরাজা। দ্বিতীয় রাউন্ডে তিনি ৬-০, ৬-৪ ব্যবধানে হারালেন চেক প্রজাতন্ত্রের লিন্ডা ফ্রুভির্তোভাকে।

Next Article