US Open 2022: প্রথম রাউন্ডেই বিদায় ভেনাসের, জিতলেন স্বোয়াতেক-আলকারাজ

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Aug 31, 2022 | 8:00 AM

US Open 2022: মেয়েদের সিঙ্গলসে প্রথম রাউন্ডে আরও একটি ইন্দ্রপতন। প্রথম দিন হেরেছিলেন সিমোনা হালেপ। প্রথম রাউন্ডে বিদায় উইম্বলডন চ্যাম্পিয়ন এলিনা রিবাকিনার। যোগ্যতা অর্জন পর্ব থেকে উঠে আসা ফরাসি তরুণী ক্লারা বুরেলের কাছে ৪-৬, ৪-৬ ব্যবধানে হার।

US Open 2022: প্রথম রাউন্ডেই বিদায় ভেনাসের, জিতলেন স্বোয়াতেক-আলকারাজ
অনবদ্য রিটার্ন ইগা স্বোয়াতেকের।
Image Credit source: AFP

Follow Us

নিউ ইয়র্ক : যুক্তরাষ্ট্র ওপেনের (US Open 2022) প্রথম রাউন্ডেই বিদায় ভেনাস উইলিয়ামসের। বোন সেরেনা প্রথম রাউন্ডে জিতেছিলেন। ভেনাস থামলেন প্রথম রাউন্ডেই। দু-বারের যুক্তরাষ্ট্র ওপেন চ্যাম্পিয়ন ভেনাসকে হারালেন বিশ্ব ক্রমতালিকায় ৪৩ নম্বরের অ্যালিসন ভ্যান উৎভ্যাক। বেলজিয়ামের অ্যালিসনের জয় ৬-১, ৭-৬ (৭-৫) ব্যবধানে। বোন সেরেনার মতো ভেনাসও (Venus Williams) যুক্তরাষ্ট্র ওপেনের পর অবসরের পরিকল্পনা করেছিলেন। ম্যাচ হারলেও অবসর প্রসঙ্গে কিছু জানাননি ভেনাস। সাতটি গ্র্যান্ড স্লামজয়ী ভেনাস এ বছর মাত্র চারটি প্রতিযোগিতায় খেলেছেন। ২০২১ উইম্বলডনের প্রথম রাউন্ডে শেষবার জিতেছিলেন ভেনাস। প্রথম রাউন্ডের বাধা সহজেই পেরোলেন ইগা স্বোয়াতেক (Iga Swiatek), কার্লোস আলকারাজ।

বিশ্বের এক নম্বর টেনিস তারকা এবং এ বারের ফরাসি ওপেন চ্যাম্পিয়ন ইগা স্বোয়াতেক। প্রথম রাউন্ডে ইতালির জেসমিন পাওলিনিকে ৬-৩, ৬-০ ব্যবধানে হারান ইগা। টরন্টো, সিনসিনাটি ওপেনে হেরেছিলেন ইগা। যুক্তরাষ্ট্র ওপেনের প্রস্তুতি ভালো হয়নি। প্রথম রাউন্ডে জয় পোল্যান্ডের তরুণীর কাছে স্বস্তির। ইগা বলেন, ‘বাড়তি চাপ নিয়ে খেললে পারফরম্যান্স ভালো হয় না। জিততে পারায় ভালো লাগছে। মনে হচ্ছিল নিজের খেলার মান ধরে রাখতে পেরেছি।’

টেনিস বিশ্বে আলোচনায় স্প্যানিশ তরুণ কার্লোস আলকারাজ। বয়স মাত্র ১৯ বছর। ভবিষ্যৎ তারকা হিসেবেই দেখা হচ্ছে কার্লোসকে। যুক্তরাষ্ট্র ওপেনের প্রথম রাউন্ডে শুরুটা কঠিন হয়েছিল। প্রথম দু’সেটে ৭-৫, ৭-৫ জয় কার্লোসের। তৃতীয় সেটে ২-০ এগিয়ে ছিলেন কার্লোস। ম্যাচ অবশ্য শেষ হয়নি। চোটের জন্য তাঁর প্রতিপক্ষ সেবাস্তিয়ান বায়েজ ম্যাচ থেকে অবসর নেন। দ্বিতীয় রাউন্ডে উঠলেও প্রতিপক্ষের জন্য হতাশ কার্লোস। স্প্যানিশ তরুণ বলেন, ‘কতটা এগতে পারি দেখা যাক। তবে কেউই চায় না ম্যাচ এভাবে শেষ হোক। সেবাস্তিয়ান অনবদ্য প্লেয়ার। ম্যাচটা সম্পূর্ণ করতে পারলে ভালো হত।’

মেয়েদের সিঙ্গলসে প্রথম রাউন্ডে আরও একটি ইন্দ্রপতন। প্রথম দিন হেরেছিলেন সিমোনা হালেপ। প্রথম রাউন্ডে বিদায় উইম্বলডন চ্যাম্পিয়ন এলিনা রিবাকিনার। যোগ্যতা অর্জন পর্ব থেকে উঠে আসা ফরাসি তরুণী ক্লারা বুরেলের কাছে ৪-৬, ৪-৬ ব্যবধানে হার। ম্যাচে ৩৭টি আনফোর্সড এরর করেন এলিনা। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেননি।