Para Games: কলকাতায় শুরু রাজ্য প্যারা গেমস

কৌস্তভ গঙ্গোপাধ্যায় | Edited By: দীপঙ্কর ঘোষাল

Jun 23, 2023 | 5:06 PM

West Bengal State Para Games: রাজ্যের অ্যাথলিটরা আশাবাদী, এই গেমসের মাধ্যমে নিজেদের আরও উন্নতি সম্ভব। সকাল ১০টা থেকে শুরু হচ্ছে গেমস। চলবে সন্ধে ৬টা পর্যন্ত।

Para Games: কলকাতায় শুরু রাজ্য প্যারা গেমস
Image Credit source: OWN Photograph

Follow Us

ওরা বিশেষ ভাবে সক্ষম। সমস্ত প্রতিবন্ধকতাকে হারিয়ে ওরাও চায় মাথা তুলে দাঁড়াতে। অলিম্পিকের পোডিয়ামে গলায় পদক ঝুলিয়ে মুখে হাসি ধরার স্বপ্ন দেখে ওরাও। কেউ ছোট থেকেই প্রতিবন্ধী, আবার কারও জীবন নিয়ে গিয়েছে তাকে অন্য বাঁকে। হার না মানার অসীম জেদকে সঙ্গী করেই ওরা লড়াই চালিয়ে যায়। সমস্ত প্রতিবন্ধকতাগুলোকে দূরে ঠেলে দিয়ে খেলাধূলার মাধ্যমেই ওরা আনন্দ খুঁজে পায়। গেয়ে ওঠে জীবনের জয়গান। ওদের নামের পাশে ‘প্রতিবন্ধী’ শব্দকে সেঁটে দেওয়া হলেও ওরা অন্যদের চেয়ে কোনও অংশে কম নয়। গত বছরই প্যারালিম্পিকে দারুন সাফল্য অর্জন করে ভারত। টোকিও প্যারালিম্পিক্সে ১৯টা পদক জেতে ভারত। ৫ সোনা, ৮ রুপো আর ৬ ব্রোঞ্জ আসে ভারতের ঝুলিতে। অবনী লেখারা, প্রমোদ ভগত, সুমিত আন্টিলরা অনবদ্য পারফর্ম করেন। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

বেঙ্গল প্যারালিম্পিক স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে সাইয়ে অনুষ্ঠিত হল রাজ্য প্যারা গেমস। বিশেষভাবে সক্ষমদের জন্যই এই গেমসের আয়োজন। রাজ্যের বিভিন্ন অ্যাথলিটরা অংশ নেন এই গেমসে। অ্যাথলেটিকস, ব্লাইন্ড ফুটবল থেকে শুরু করে ব্যাডমিন্টন, ফেন্সিং, সুইমিং বিভিন্ন গেমসের আয়োজন রয়েছে। গত বছর প্যারালিম্পিক্সে ভালো ফল করেছে ভারত। বাংলার প্যারা অ্যাথলিটদের উন্নতিসাধনের জন্যই এই গেমসের আয়োজন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অলিম্পিয়ান জয়দীপ কর্মকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রমোদ ভগত। প্যারালিম্পিক সংস্থার প্রেসিডেন্ট চন্দন রায়চৌধুরী চান, রাজ্যের প্যারা অ্যাথলিটরাও বিশ্বের আঙিনায় নিজেদের মেলে ধরুক। তাঁদের সাফল্যের কামনাতেই এই গেমসের আয়োজন।

২৩ থেকে ২৫ তারিখ পর্যন্ত চলবে প্যারা গেমস। কলকাতার সাই কমপ্লেক্সেই অনুষ্ঠিত হবে অ্যাথলেটিক্স, সুইমিং, ব্লাইন্ড ফুটবল, ব্লাইন্ড জুডো, ফেন্সিংয়ের মতো প্রতিযোগিতাগুলো। রাজ্যের অ্যাথলিটরাও আশাবাদী, এই গেমসের মাধ্যমে নিজেদের আরও উন্নতি সম্ভব। সকাল ১০টা থেকে শুরু হচ্ছে গেমস। চলবে সন্ধে ৬টা পর্যন্ত।

Next Article