Archana Vijaya: ৪০ পেরিয়েও অসম্ভব গ্ল্যামারাস, চেনেন কলকাতার মেয়ে অর্চনা বিজয়কে?

Hockey India League: সম্প্রতি কলকাতার মেয়ে অর্চনা বিজয়কে দেখা গিয়েছে হকি ইন্ডিয়া লিগের (Hockey India League 2024) নিলামে। নিলামকারীর ভূমিকায় অর্চনার এক ভিডিয়ো নেটদুনিয়ায় সাড়া ফেলেছে।

Archana Vijaya: ৪০ পেরিয়েও অসম্ভব গ্ল্যামারাস, চেনেন কলকাতার মেয়ে অর্চনা বিজয়কে?
Archana Vijaya: ৪০ পেরিয়েও অসম্ভব গ্ল্যামারাস, চেনেন কলকাতার মেয়ে অর্চনা বিজয়কে?
Follow Us:
| Updated on: Oct 14, 2024 | 1:47 PM

কলকাতা: পেরিয়েছেন চল্লিশের কোঠা, তাতে কী! এখনও দেদার ছড়াচ্ছেন গ্ল্যামারের ছটা। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় তুলে দিয়েছেন সুন্দরী অর্চনা বিজয় (Archana Vijaya)। যাঁকে নিয়ে হঠাৎ শোরগোল শুরু, চেনেন কে তিনি? তাঁর রয়েছে কলকাতা কানেকশনও। আসলে কলকাতার মেয়ে অর্চনা বিজয়। এক সময় আইপিএলের সঙ্গে যুক্ত গ্ল্যামারাস সঞ্চালিকাদের মধ্যে অন্যতম ছিলেন তিনি। সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে হকি ইন্ডিয়া লিগের (Hockey India League) নিলামে। নিলামকারীর ভূমিকায় অর্চনার এক ভিডিয়ো নেটদুনিয়ায় সাড়া ফেলেছে।

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনা অর্চনার। ভিডিয়ো জকির কাজ করেছেন। ক্রীড়া সঞ্চালিকা হিসেবে বেশ নাম তাঁর। সম্প্রতি দিল্লিতে হকি ইন্ডিয়া লিগের নিলাম চলাকালীন ভারতীয় ডিফেন্ডার লভদীপের বিড হওয়ার সময় অর্চনা বলেন, ‘বেচারা লভদীপ। কেউ তাঁকে ভালোবাসে না।’

হকি ইন্ডিয়া লিগের নিলামের মঞ্চ থেকে অর্চনা বিজয়ের ছোট্ট ১২ সেকেন্ডের সেই ভিডিয়ো ঘুরছে নেটদুনিয়ায়। অনেকের মতে, এ ভাবে নিলামের মঞ্চে আচরণ করে ঠিক করেননি অর্চনা। তাঁর ব্যবহার পেশাদার নয়, এমনও বলেছেন এক এক্স ব্যবহারকারী।

অনেকেই যখন অর্চনার নিলামের স্টাইল নিয়ে সমালোচনায় মত্ত, তখন কেউ কেউ ফিরেছেন অতীতে। আইপিএলের সময় তিনি যে ভাবে সঞ্চালনা করতেন, সে কথা মনে করিয়েছেন অনেকে। মায়ান্তি ল্যাঙ্গার, মন্দিরা বেদীদের পাশাপাশি এক সময় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দ্যুতি ছড়াতেন অর্চনা। সোশ্যাল মিডিয়ায় তিনি বেশ সক্রিয়। ইন্সটাগ্রামে তাঁর ফলোয়ার্স 487K।