বাংলাদেশ না খেললে কাদের দেখা যাবে টি-টোয়েনটি বিশ্বকাপ?
২১ জানুয়ারি অর্থাৎ বুধবারের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে এ নিয়ে। ঢাকায় বিসিবি ও আইসিসির মধ্যে বৈঠকে এই সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। আইসিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে, টুর্নামেন্টের সূচিতে কোনও পরিবর্তন করা হবে না। নির্ধারিত সূচি অনুযায়ী ভারতে এসে খেলতে হবে বাংলাদেশকে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ এখনও অনিশ্চয়তার মুখে। ভেনু বদলে শুধু রাজি নয়, দেশ বদলের আবেদনও করা হয়েছে। গ্রুপ বদলে শ্রীলঙ্কায় খেলার আবেদনও রাখা হয়েছে তাদের তরফে। ২১ জানুয়ারি অর্থাৎ বুধবারের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে এ নিয়ে। ঢাকায় বিসিবি ও আইসিসির মধ্যে বৈঠকে এই সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। আইসিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে, টুর্নামেন্টের সূচিতে কোনও পরিবর্তন করা হবে না। নির্ধারিত সূচি অনুযায়ী ভারতে এসে খেলতে হবে বাংলাদেশকে। তাতে রাজি না হয়ে যদি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায় বাংলাদেশ, কাদের খেলতে দেখা যাবে?
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র তিন সপ্তাহ। ৭ ফেব্রুয়ারি উদ্বোধন। বাংলাদেশের খেলা-না-খেলা নিয়ে অনিশ্চয়তা সমস্য়া হয়ে দাঁড়িয়েছে। শনিবারের বৈঠকে বাংলাদেশ গ্রুপ অদলবদলের কথা বললে আইসিসি প্রস্তাব নাকচ করে দিয়েছে। এই প্রস্তাব অনুযায়ী, আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ বদল করলে বাংলাদেশ গ্রুপ বি-তে চলে যেত। শ্রীলঙ্কায় তাদের ম্যাচগুলি খেলার সুযোগ পেত। তবে আইসিসি জানিয়ে দিয়েছে, এই পরিবর্তন কোনও ভাবেই সম্ভব নয়। তবে ভারতে খেলতে এসে নিরাপত্তাজনিত কোনও সমস্যায় পড়তে হবে না, বাংলাদেশকে আশ্বাস দিয়েছে আইসিসি।
প্রশ্ন হল, বাংলাদেশ বিশ্বকাপ খেলতে ভারতে আসতে না চাইলে, কাদের দেখা যেতে পারে? স্কটল্যান্ডকে সে ক্ষেত্রে পরবর্তী টিম হিসেবে বেছে নেবে আইসিসি। বিশ্বকাপের মতো টুর্নামেন্টে যোগ্যতা অর্জনের ক্ষেত্রে ব়্যাঙ্কিংকে প্রাধান্য দেওয়া হয়। সে নিয়ম অনুযায়ী স্কটল্যান্ড সুযোগ পাবে বিশ্বকাপ খেলার। তবে এত দূর ব্যাপারটা গড়াবে না বলে মনে করছে ওয়াকিবহাল মহল। তাদের ধারণা, ২১ জানুয়ারির মধ্যেই এ নিয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আর তা হবে বিশ্বকাপ খেলার পক্ষেই।
