মাদ্রিদ: প্রতি বছরই বর্ষসেরা ক্রীড়াবিদ নির্বাচনের জন্য লরিয়াস পুরস্কারে আয়োজন করে সেভিয়া। সারা বছর যে সব ক্রীড়াবিদরা ভালো পারফর্ম করেন, তাঁদের হাতে বর্ষসেরার তকমা তুলে দেওয়া হয় এই অনুষ্ঠানে। এ বারও সেই সম্ভাব্য ক্রীড়াবিদদের তালিকা প্রকাশ করা হল। সেই তালিকায় ২২টি গ্র্যান্ড স্লাম জয়ী রাফায়েল নাদালের মতো রয়েছেন স্টিফেন কারি, কিলিয়ান এমবাপে থেকে বিশ্বকাপজয়ী লিওনেল মেসি। বাকি সমস্ত ক্রীড়াবিদদের টপকে মেসিকে কী বললেন নাদাল? বিস্তারিত TV9Bangla-য়।
লরিয়াস অ্যাওয়ার্ডসের দৌড়ে থাকায় খুশি ৩৬ বছরের টেনিস তারকা রাফায়েল নাদাল। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি পোস্ট করে সে কথা জানান তিনি। পাশাপাশি এই পোস্টে তিনি এবছর বর্ষসেরা ক্রীড়াবিদদের তালিকায় নির্বাচিত হওয়ার জন্য মেসিকে উদ্বুদ্ধ করেন। নিজের পোস্টে তিনি লেখেন “এগিয়ে যাও, এই পুরস্কারের যোগ্য তুমিই।” ২০২১ সালে যখন নাদাল এই বর্ষসেরার সম্মান পান, তখনও মেসি একই কায়দায় নাদালকে প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন। একটি ভিডিয়ো পোস্ট করে মেসি বলেছিলেন, “তুমি সবার কাছে এক অনুপ্রেরণা, উদাহরণ। তোমার কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং এতদিন ধরে সাফল্যের চূড়ায় থাকার যে নজির তা সত্যিই প্রসংশার যোগ্য।” এ বার নাদাল প্রশংসায় ভরিয়ে দিলেন মেসিকে।
গত বছরের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা এবং মেসিকে সমর্থন করছিলেন নাদাল। মেসিকে বিশ্বকাপ হাতে দেখে আবেগে আপ্লুত হয়ে পড়েন তিনি। নাদাল বলেছেন, “মেসির হাতে কাপ দেখে খুবই ভালো লাগছিল। আমি কেঁদে ফেলেছিলাম। মেসির মতো প্লেয়ারের হাতে লরিয়াস পুরস্কার দেখতে পাওয়াটা অত্যন্ত নিশ্চিত ভাবেই দারুণ একটা ব্যাপার।” মেসির অবসরের প্রসঙ্গে নাদালকে প্রশ্ন করা হলে তিনি জানান, সাত বার ব্যালন ডি’অর জেতা ফুটবলারের অবসরে ক্রীড়াজগতে একটি শূন্যস্থান সৃষ্টি হবে। তিনি বলেন “সমর্থকরা কখনওই চান না, তাঁদের পছন্দের প্লেয়াররা অবসর নিন। মেসি বা টাইগার উডস অবসর নিক, কেউই চাইবেন না। ওদেরকে টিভিতে দেখতে আমার ভালো লাগে এবং আমি ওদেরকে টিভিতে দেখে যেতে চাই।”