100 Mbps স্পিড কি আপনার জন্য যথেষ্ট? পরিবারের প্রত্যেকটা সদস্য সমান ইন্টারনেট গতি পাবেন?

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Apr 11, 2023 | 6:04 PM

Is 100 Mbps Fast: ইন্টারনেটের স্পিড সম্পর্কে কতটা ধারণা রয়েছে আমাদের? বিশেষ করে যাঁরা ব্রডব্যান্ড প্ল্যান ব্যবহার করেন, তাঁদের জন্য 100 Mbps প্ল্যান কতটা ভাল? সে বিষয়েও অজানা কিছু তথ্য আজ জেনে নেওয়া যাক।

100 Mbps স্পিড কি আপনার জন্য যথেষ্ট? পরিবারের প্রত্যেকটা সদস্য সমান ইন্টারনেট গতি পাবেন?
100 Mbps ইন্টারনেট স্পিড আসলে কতটা দ্রুত?

Follow Us

100 Mbps Speed Means: ইন্টারনেট এখন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে। আমাদের নিত্যদিনের জরুরি কাজ থেকে শুরু করে, বন্ধু ও পরিবারের লোকজনের সঙ্গে সবসময় যোগাযোগ রাখা ও প্রতিদিনের বিনোদন ইস্তক, ইন্টারনেট ছাড়া এক মুহূর্তও ভাবতে পারি না আমরা। প্রযুক্তির অন্য এক যুগে বসবাস করছি আমরা। 4G থেকে 5G-তে পদার্পণ করেছি আমরা। ঢিমে গতির ইন্টারনেট এখন ইতিহাস। সর্বত্র হাই-স্পিড ইন্টারনেটের চাহিদা। মোবাইল নেটওয়ার্ক প্রোভাইডাররা তো বটেই, এমনকি ব্রডব্যান্ড সার্ভিস প্রদানকারীরাও যতটা সম্ভব তার গ্রাহকদের ধরে রাখতে হাই-স্পিড ইন্টারনেট অফার করছে। আমরা সকলে ইন্টারনেট ব্যবহার করি ঠিকই। কিন্তু ইন্টারনেটের স্পিড সম্পর্কে কতটা ধারণা রয়েছে আমাদের? বিশেষ করে যাঁরা ব্রডব্যান্ড প্ল্যান ব্যবহার করেন, তাঁদের জন্য 100 Mbps প্ল্যান কতটা ভাল? সে বিষয়েও অজানা কিছু তথ্য আজ জেনে নেওয়া যাক।

Mbps মানেটা কী?

100 Mbps ব্রডব্যান্ড প্ল্যানের মর্ম বুঝতে আপনাকে সর্বাগ্রে জানতে হবে, Mbps কী? Mbps-এর অর্থ হল মেগাবিটস পার সেকেন্ডে। এটি আসলে সেই রেট, যার মাধ্যমে একটা নেটওয়ার্কে ডেটা ট্রান্সফার হয়। এখন আপনার ব্রডব্যান্ড কানেকশনের স্পিড যদি 100 Mbps হয়, তাহলে আপনি 100 মেগাবিটস প্রতি সেকেন্ডে কোনও ডেটা ডাউনলোড করতে পারবেন।

100 Mbps ব্রডব্যান্ড প্ল্যান কী যথেষ্ট?

হ্যাঁ, 100 Mbps ব্রডব্যান্ড প্ল্যান আপনার জন্য যথেষ্ট। এই স্পিড ওয়েব ব্রাউজ় করার জন্য খুবই ভাল। পাশাপাশি HD কোয়ালিটিতে সিনেমা দেখা, ওটিটি উপভোগ করা, এমনকি অনলাইন গেমিং পর্যন্ত হাই-স্পিডেই সম্ভব। একটা পরিবারে একাধিক সদস্য যদি একই সঙ্গে ইন্টারনেট ব্যবহার করতে চাইলে এই পরিমাণ ইন্টারনেটেই তার হয়ে যাবে।

এখন আপনার পরিবার যদি হয় অনেক বড়, তার সদস্য সংখ্যাও যদি হয় অনেক, তাহলে সেক্ষেত্রে আপনার আরও একটু বেশি ইন্টারনেটের প্রয়োজন হবে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, আপনাকে যদি ঘন ঘন বড় ফাইল ডাউনলোড করতে হয় বা 4K কনটেন্ট স্ট্রিম করতে হয়, তাহলে আপনার আর একটু দ্রুত গতির ইন্টারনেটের প্রয়োজন। আপনার পরিবারের সব সদস্য যদি একসঙ্গে অনলাইন গেম খেলেন বা অনলাইনে সিনেমা দেখেন, তাহলে 100 Mbps স্পিডে আপনার হবে না।

টেলিকম সংস্থাগুলির ব্রডব্যান্ড প্ল্যানে কত স্পিড দেওয়া হয়?

এই মুহূর্তে দেশের অধিকাংশ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারই (ISP) যেমন, Airtel, Jio এবং BSNL-এর মতো সংস্থাগুলি 100 Mbps ব্রডব্যান্ড প্ল্যান অফার করে। আপনার যদি আরও বেশি পরিমাণ ইন্টারনেটের প্রয়োজন হয়, তাহলে তা-ও আপনি এই সংস্থাগুলির কাছ থেকে পেয়ে যাবেন।

তবে এই ইন্টারনেট স্পিডের ক্ষেত্রে আপনাকে আরও একটা বিষয় মাথায় রাখতে হবে, তা হল আপনার নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচারের কোয়ালিটি। আপনার রাউটার যদি অনেক দিনের পুরনো হয় বা তার কেবেলগুলি আউটডেটেড হয়, তাহলে 100 Mbps প্ল্যানের সঠিক কার্যক্ষমতা আপনার কাছে অধরা থেকে যাবে। তাই, আপনাকে সর্বাগ্রে নিশ্চিত করতে হবে রাউটার যেন ঠিক থাকে, তার কেবেলগুলি যেন যথাযথ পরিস্থিতিতে থাকে।

Next Article