থার্ড জেনারেশন সুজুকি হায়াবুসা লঞ্চ হল ভারতে, চড়া দামের নতুন স্পোর্টসবাইকে রয়েছে অত্যাধুনিক সব ফিচার

Sohini chakrabarty |

Apr 26, 2021 | 6:52 PM

থার্ড জেনারেশনের হায়াবুসা বাইকের দাম আগের মডেলের তুলনায় প্রায় ৩ লক্ষ টাকা বেশি। এর আগের হায়াবুসা স্পোর্টসবাইকের দাম ছিল ১৩.৭০ লক্ষ টাকা (এক্স শোরুম)।

থার্ড জেনারেশন সুজুকি হায়াবুসা লঞ্চ হল ভারতে, চড়া দামের নতুন স্পোর্টসবাইকে রয়েছে অত্যাধুনিক সব ফিচার
বাইকের সর্বোচ্চ গতি ঘণ্টায় ২৯০ কিলোমিটার।

Follow Us

অবশেষে ভারতে লঞ্চ হয়েছে সুজুকি মোটরসাইকেলের নতুন হায়াবুসা বাইক (২০২১)। থার্ড জেনারেশনের এই স্পোর্টসবাইকের দাম ১৬.৪০ লক্ষ টাকা। করোনার কারণে একটি ডিজিটাল ইভেন্টে লঞ্চ হয়েছে এই বাইক। সংস্থার তরফে জানানো হয়েছে আগামী মাসে অর্থাৎ মে মাস থেকেই শুরু হবে ২০২১ হায়াবুসা বাইকের ডেলিভারি। নতুন বাইকের জন্য প্রি-বুকিং অবশ্য আগেই শুরু হয়ে গিয়েছিল। কোভিড বিধি মেনে কেবলমাত্র অনলাইন প্রি-বুকিংই অ্যাকসেপ্ট করেছেন সুজুকি কর্তৃপক্ষ। এক লক্ষ টাকা দিয়ে নতুন হায়াবুসা বাইকের জন্য প্রি-বুকিং করার সুযোগ ছিল ক্রেতাদের কাছে।

নতুন জেনারেশন বা থার্ড জেনারেশনের হায়াবুসা বাইকের দাম আগের মডেলের তুলনায় প্রায় ৩ লক্ষ টাকা বেশি। এর আগের হায়াবুসা স্পোর্টসবাইকের দাম ছিল ১৩.৭০ লক্ষ টাকা (এক্স শোরুম)।

কী কী ফিচার রয়েছে নতুন হায়াবুসা বাইকে?

১। ডিজাইনের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন এসেছে নতুন হায়াবুসা মডেলে। যেমন- নতুন লোগো ডিজাইন, পুনরায় ডিজাইন করা ফুয়েল ট্যাঙ্ক, নতুন ভাবে ডিজাইন করা লম্বা আকৃতির এগজস্ট যার উপর রয়েছে ক্রোম প্লেট… এইসব যুক্ত হয়েছে হায়াবুসার নতুন মডেলে। সাতটি স্পোকের অ্যালয় হুইলের ডিজাইনেও এসেছে আপডেট।

২। তিনটি ডুয়াল-টোন রঙে পাওয়া যাবে এই বাইক। Glass Sparkle Black with Candy Burnt Gold, Metallic Mat Sword Silver with Candy Daring Red এবং Pearl Brilliant White with Metallic Mat Stellar Blue— এই তিনটি রঙে ভারতের বাজারে পাওয়া যাবে থার্ড জেনারেশন হায়াবুসা স্পোর্টস বাইক।

আরও পড়ুন- ভারতে দ্রুত ডেলিভারি শুরু হবে ২০২১ নিনজা ৩০০ বাইকের, জানিয়েছে কাওয়াসাকি

৩। ২০২১ হায়াবুসা মডেলে রয়েছে ১৩৪০ সিসি- র ইঞ্জিন। ইনলাইন ফোর-সিলিন্ডার, লিকুইড কুলড এই ইঞ্জিনে রয়েছে ইউরো ৫ এমিশন নর্ম। এই নর্ম আদতে বিএস৬ ইন্ডিয়ার সমতুল্য। হায়াবুসার এই ইঞ্জিন ১৯০ এইচপি সর্বোচ্চ শক্তি এবং ১৫০ এনএম পিক টর্ক দিতে পারে। এই ইঞ্জিনে রয়েছে ৬ স্পিড ট্রান্সমিশন ইউনিট।

৪। নতুন হায়াবুসা বাইকের ইঞ্জিনের মাইলেজ ১৮.৫ কিলোমিটার/প্রতি লিটার। অর্থাৎ এক লিটার জ্বালানিতে এই বাইক ১৮.৫ কিলোমিটার রাস্তা অতিক্রম করতে পারবে। বাইকের সর্বোচ্চ গতি ঘণ্টায় ২৯০ কিলোমিটার।

Next Article