
বড় ঘোষণা করল Airtel। সুখবরটি এই বাংলার এয়ারটেল ব্যবহারকারীদের জন্য। দেশের অন্যতম বেসরকারি টেলিকম সংস্থাটি জানিয়ে দিল, 5G পরিষেবা শুরু করার প্রায় 12 মাসের মধ্যেই তারা পশ্চিমবঙ্গের 23 জেলাকে 5G নেটওয়ার্ক কভারেজের মধ্যে আনতে সক্ষম হয়েছে। ভারতী এয়ারটেল জানিয়েছে, তাদের ঝুলিতে রাজ্যের 1.6 মিলিয়ন ইউনিক 5G কাস্টমার রয়েছে। আর এই পরিমাণ ইউজ়ার সংস্থার পাকাপাকি সদস্য হয়েছে 5G রোলআউটের পরেই। Airtel জানিয়েছে, তারা বাংলার প্রতিটা প্রান্তে ব্যাপকভাবে তাদের নেটওয়ার্ক চালু করেছে। তার ফলেই পশ্চিমবঙ্গের সমস্ত জেলাজুড়ে তাদের 5G পরিষেবা চালু করতে পেরেছে।
বাংলার প্রতিটা প্রান্তে Airtel 5G
দার্জিলিংয়ের চাবাগান থেকে শুরু করে কালিম্পংয়ের পাহাড়, ঔপনিবেশিক শহর চন্দননগর থেকে বর্ধমানের কোনও এক গ্রাম- ভারতী এয়ারটেল জানিয়েছে বাংলার প্রত্যেকটা প্রান্তেই তারা Airtel 5G চালু করতে সক্ষম হয়েছে। শুধু তাই নয়। ইডেন গার্ডেন্স, যা দেশের দ্বিতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম, সেখানে তারা 5G পরিষেবা চালু করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে এয়ারটেল।
Airtel 5G Plus
পশ্চিমবঙ্গে এই নতুন মাইলফলক সম্পর্কে Bharti Airtel বলেছে, “আমরা রাজ্যে হাই-স্পিড 5G প্রযুক্তি স্থাপনকারী প্রথম টেলিকম সংস্থা। গ্রাহকদের জীবনকে সংযুক্ত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পেরে আমরা সত্যিই আনন্দিত। এয়ারটেল 5G প্লাস নেটওয়ার্ক গ্রহণ করার জন্য আমাদের 1.6 মিলিয়ন গ্রাহককে ধন্যবাদ জানাই। অত্যাধুনিক 5G প্রযুক্তি এবং তার ব্যবহার নিয়ে গ্রাহকের সন্তুষ্টিকে অগ্রাধিকার দিয়ে আমরা আমাদের পরিষেবার শ্রীবৃদ্ধি ঘটাই। আমাদের 5G ল্যান্ডস্কেপ রাজ্যের সবচেয়ে প্রশস্ত, দ্রুততম এবং সবচেয়ে নির্ভরযোগ্য নেটওয়ার্ক, যা এখন 23টি জেলাতেই পাওয়া যাবে।”
দিনকয়েক আগেই ভারতী এয়ারটেলের সিইও গোপাল ভিত্তল বলছিলেন, তাদের নেটওয়ার্কে 55 মিলিয়ন 5G কাস্টমার যুক্ত হয়েছে। সারা দেশের মোট 60,000 গ্রামে 5G নেটওয়ার্ক পৌঁছে দিতে টেলিকম সংস্থাটি 30,000 সাইটও ডেপ্ল করছে। সংস্থার সিইও জোর দিয়ে বলেছেন, Airtel বৃহত্তম বা দ্রুততম 5G রোলআউট দাবি করার দৌড়ে নেই। বরং তার গ্রাহকদের সেরার সেরা কভারেজ এবং অভিজ্ঞতা দেওয়াটাই সংস্থার একমাত্র লক্ষ্য।