নতুন প্ল্যানে চমক দিল Airtel; 1000GB ডেটা ফ্রি, সঙ্গে 350 টিভি চ্যানেল আর OTT
Airtel New Plan: Airtel দু'টি নতুন প্ল্যান লঞ্চ করেছে। এতে 1000 জিবি ডেটা থেকে শুরু করে বিনামূল্যের OTT, টিভি চ্যানেল পাবেন। কিন্তু এই প্ল্যান আনা হয়েছে AirFiber-এ। নতুন প্ল্যান দু'টি 699 টাকা এবং 999 টাকায় নিয়ে আসা হয়েছে। এবার দেখে নিন এই দুই প্ল্যানে কী কী সুবিধা পাওয়া যাচ্ছে।

Airtel দু’টি নতুন ওয়্যারলেস ব্রডব্যান্ড প্ল্যান লঞ্চ করেছে। এতে 1000 জিবি ডেটা থেকে শুরু করে বিনামূল্যের OTT, টিভি চ্যানেল পাবেন। কিন্তু এই প্ল্যান আনা হয়েছে AirFiber-এ। নতুন প্ল্যান দু’টি 699 টাকা এবং 999 টাকায় নিয়ে আসা হয়েছে। এবার দেখে নিন এই দুই প্ল্যানে কী কী সুবিধা পাওয়া যাচ্ছে।
এয়ারটেলের 699 টাকার প্ল্যান…
নতুন 699 টাকার AirFiber প্ল্যানে 1000GB ডেটার সঙ্গে 40Mbps স্পিড পাওয়া যাবে। এই প্ল্যানে ব্যবহারকারীরা 350টি লাইভ টিভি চ্যানেল এবং এয়ারটেল এক্সস্ট্রিমের সুবিধা পাবেন। এছাড়াও, আপনি Disney + Hotstar-এর মেম্বারশিপ পাবেন। সেই সঙ্গে একটি বিনামূল্যের 4K Android TV সেট-টপ বক্স পাবেন। এই প্ল্যানটি Airtel Black প্ল্যানের সঙ্গে লিঙ্ক করে নিতে পারবেন।
999 টাকার প্ল্যান…
Airtel-এর নতুন প্ল্যান 999 টাকায় এসেছে। এটি একটি মাসিক প্ল্যান। এতে ব্যবহারকারীদের জন্য 1000GB হাই স্পিড ডেটা পেয়ে যাবেন। এই প্ল্যানে 100Mbps স্পিড পাওয়া যাচ্ছে। কিন্তু ডেটার সীমা শেষ হয়ে যাওয়ার পরে এর গতি কমে যায়। এই প্ল্যানে আপনি Android TV বক্স এবং 350টি লাইভ টিভি চ্যানেল পেয়ে যাবেন। এছাড়াও, Airtel Xstream এবং Disney + Hotstar-এর মেম্বারশিপ দেওয়া হচ্ছে। এই প্ল্যানটিকেও এয়ারটেল ব্ল্যাক প্ল্যানের সঙ্গে লিঙ্ক করা যাবে।
Airtel Xstream AirFiber মাত্র 799 টাকায় লঞ্চ করা হয়েছিল। এই প্ল্যানটি এখনও রয়েছে। এতে 100Mbps গতি পাবেন। এই প্ল্যানে 1000GB ডেটা দেওয়া হচ্ছে। তবে এতে অতিরিক্ত সুবিধা হিসাবে কোন OTT বা লাইভ টিভি চ্যানেল দেওয়া হয় না।
