Airtel-এ 799 টাকার প্ল্যানে অফারের ঝুলি, ব্রডব্যান্ড-OTT ছাড়াও আর কী কী মিলবে দেখুন

Airtel Black 799 Rs Plan: কোম্পানি 799 টাকার একটি নতুন প্ল্যান লঞ্চ করেছে। এই প্ল্যানের মাধ্যমে আপনি কী কী সুবিধা পাবেন তা দেখে নিন।

Airtel-এ 799 টাকার প্ল্যানে অফারের ঝুলি, ব্রডব্যান্ড-OTT ছাড়াও আর কী কী মিলবে দেখুন

| Edited By: অন্বেষা বিশ্বাস

Mar 25, 2023 | 10:10 AM

Airtel Black New Plan: বর্তমানে টেলিকম কোম্পানিগুলি একে অপরকে টেক্কা দিতে ব্যস্ত। কোনও টেলিকম কোম্পানি একের পর এক রিচার্জ প্ল্যান বাজারে আনছে। আবার কোনও টেলিকম কোম্পানি রিচার্জ প্লানে (Recharge Plan) প্রচুর অফার দিচ্ছে। আর এই সব কিছুই গ্রাহকদের ধরে রাখার জন্য। এইসবের মধ্যেই এয়ারটেল একটি সুখবর নিয়ে হাজির হয়েছে। আপনিও যদি একজন এয়ারটেল ব্যবহারকারী হন এবং এমন একটি প্ল্যানও চান, যাতে আপনাকে মোবাইল, ব্রডব্যান্ড এবং ডিটিএইচ-এর জন্য আলাদাভাবে রিচার্জ করতে হবে না। তাহলে কোম্পানিটি ব্যবহারকারীদের জন্য এয়ারটেল ব্ল্যাকের সুবিধা দিচ্ছে। এয়ারটেল ব্ল্যাক (Airtel Black) হল একটি সিঙ্গেল রিচার্জ প্ল্যান। এই প্ল্যান্টের মাধ্যমে আপনি প্রচুর সুবিধা পাবেন। কোম্পানি 799 টাকার একটি নতুন প্ল্যান লঞ্চ করেছে। এই প্ল্যানের মাধ্যমে আপনি কী কী সুবিধা পাবেন তা দেখে নিন।

Airtel Black-এ 799 টাকার প্ল্যানে কী-কী সুবিধা পাবেন?

Airtel-এর এই প্ল্যানে কোম্পানি থেকে 1টি রেগুলার সিম এবং 1টি ফ্রি অ্যাড অন সিম পাওয়া যাবে। এর সঙ্গে, আপনি 1টি ডিটিএইচ কানেকশন পাবেন। যার মধ্যে 260 টাকার টিভি চ্যানেল দেওয়া হবে। ডেটা সম্পর্কে বলতে গেলে, এয়ারটেল ব্ল্যাকের এই 799 টাকার প্ল্যানে, আপনি 105 জিবি হাই স্পিড ডেটা, যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড লোকাল এবং এসটিডি কলিং এবং ডেটা রোলওভার সুবিধা সহ প্রতিদিন 100 এসএমএস পাবেন।

এখানেই শেষ নয় আপনি নতুন প্ল্যানে OTT অ্যাপেরও সুবিধা পাবেন। Disney + Hotstar ছাড়াও 799 টাকার প্ল্যান রিচার্জ করলে, আপনাকে Amazon Prime Video এবং Airtel Xstream অ্যাপের সুবিধা দেওয়া হবে। Airtel Extreme অ্যাপে আপনাকে 12টি OTT অ্যাপ যেমন SonyLIV, Eros Now ইত্যাদির সুবিধা দেওয়া হবে।

এয়ারটেল ব্ল্যাকে আর কী অতিরিক্ত সুবিধা পাবেন?

এই রিচার্জ প্লানে আরও অনেক অতিরিক্ত সুবিধা পাওয়া যাবে। ওয়ান বিল এবং ওয়ান কল সেন্টার, ডেডিকেটেড রিলেশনশিপ টিম, 60 সেকেন্ডে কল পিক, এয়ারটেল শপ থেকে কিনতে পারবেন।

প্রথম 30 দিনের পরিষেবা বিনামূল্যে পেয়ে যাবেন:

এয়ারটেলের অফিসিয়াল সাইটে দেওয়া তথ্য অনুসারে, এই প্ল্যানে আরও দু’টি অফার দেওয়া হচ্ছে। একটি নতুন কানেকশন নেওয়ার জন্য 30 দিনের ফ্রি ট্রায়াল দেওয়া হবে। আপনি যদি 4 হাজার টাকা অগ্রিম পেমেন্ট করেন তবে আপনি হার্ডওয়্যার পাবেন। এছাড়াও বিনামূল্যে ইনস্টলেশন পাবেন। টেলিকম টকের রিপোর্টের মাধ্যমে এই প্ল্যানের সমস্ত তথ্য সামনে এসেছে।