Airtel Recharge Plan: ন্যূনতম 99 টাকার প্ল্যান এবার 155 টাকায়, সব রিচার্জ প্যাকের দাম 50%-এর বেশি বাড়ানোর পথে Airtel?

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Nov 22, 2022 | 3:19 PM

Airtel Rs 99 Plan Discontinued: এয়ারটেল এখন এই 155 টাকার প্ল্যানে ব্যবহারকারীদের 1GB করে ডেটা, আনলিমিটেড কলিং এবং 300টি SMS অফার করবে। অর্থাৎ খরচ যেমন একদিকে বাড়ছে, তেমনই আবার সেই প্ল্যানের অফারও বাড়ানো হয়েছে।

Airtel Recharge Plan: ন্যূনতম 99 টাকার প্ল্যান এবার 155 টাকায়, সব রিচার্জ প্যাকের দাম 50%-এর বেশি বাড়ানোর পথে Airtel?
দেশজুড়ে মাসুল বৃদ্ধির ইঙ্গিত এয়ারটেলের? প্রতীকী ছবি।

Follow Us

Airtel Tariff Hike: দেশের বেসরকারি টেলিকম সংস্থা এয়ারটেল ভারতী এয়ারটেল তার রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছে। সংস্থার তরফে ঘোষণা না করা হলেও সাম্প্রতিকতম রিপোর্ট ঠিক তেমনই বলছে। সেই রিপোর্ট অনুযায়ী, Airtel তার ন্যূনতম রিচার্জ প্ল্যানের খরচ 57% বাড়িয়ে 155 টাকা করেছে, যে প্যাকে গ্রাহকদের 28 দিনের বৈধতা অফার করা হয়। তবে আপাতত রিচার্জ প্যাকের এই খরচ বৃদ্ধি কার্যকর করা হয়েছে কেবল মাত্র হরিয়ানা এবং ওড়িশার জন্য। তাহলে কি এই দুই রাজ্য ছাড়া আর কোথাও Airtel Plan-এর খরচ বাড়বে না? প্রতিবেদনটিতে এ-ও উল্লেখ করা হয়েছে, Airtel তার রিচার্জ প্যাকের খরচ বৃদ্ধির ট্রায়াল শুরু করেছে, যা পরবর্তীতে সমগ্র দেশে লাগু হতে পারে।

সংবাদ সংস্থা PTI-এর রিপোর্ট অনুযায়ী, Airtel তার ন্যূনতম 99 টাকার রিচার্জ প্ল্যানটি বন্ধ করে দিয়েছে। সেই প্ল্যানে ব্যবহারকারীদের 200MB ডেটা এবং একটা ফোন কলের জন্য প্রতি সেকেন্ডে 2.5 পয়সা চার্জ করা হত। তারই পরিবর্তে 57% বৃদ্ধির ফলে প্ল্যানটির খরচ এখন 155 টাকা হয়ে গিয়েছে। এয়ারটেল এখন এই 155 টাকার প্ল্যানে ব্যবহারকারীদের 1GB করে ডেটা, আনলিমিটেড কলিং এবং 300টি SMS অফার করবে। অর্থাৎ খরচ যেমন একদিকে বাড়ছে, তেমনই আবার সেই প্ল্যানের অফারও বাড়ানো হয়েছে।

এদিকে আবার একটি ব্রোকারেজ নোটে ICICI Securities বলেছে, ভারতী এয়ারটেল হরিয়ানা এবং ওড়িশা সার্কেলে ট্যারিফ হাইকের পরীক্ষা করে দেখছে। তার কারণ, সংস্থার এহেন পদক্ষেপে একটা বড় অঙ্কের ঝুঁকির সম্ভাবনাও রয়েছে। মূলত প্ল্যানের খরচ বৃদ্ধির পরে গ্রাহকরা কী প্রতিক্রিয়া জানান, তার পরীক্ষা করতেই এহেন পদক্ষেপ নেওয়া হয়েছে বেসরকারি টেলিকম সংস্থাটির তরফে। এই প্ল্যানটি মূলত 2G ব্যবহারকারীদের জন্য, 4G ব্যবহারকারীদের তা কোনও ভাবেই প্রভাবিত করে না।

PTI-এর ওই রিপোর্ট অনুযায়ী, “আগের 99 টাকার রিচার্জে 99 টাকা টক-টাইম অফার করা হত এবং 28 দিনের জন্য 200MB খুবই কম পরিমাণ ডেটা। এখন প্ল্যানটির খরচ 155 টাকা করে দেওয়ার ফলে গ্রাহকরা আনলিমিটেড কলিং থেকে শুরু করে 1GB ডেটা এবং 300টি SMS পাঠানোর সুবিধা পেয়ে যাবেন। ন্যূনতম রিচার্জ মূল্যে 57 শতাংশ বৃদ্ধির পরিমাণ বিরাট, যেখানে এই গ্রাহক সেগমেন্টের ক্রয়ক্ষমতা সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

তবে এই প্রথম নয়। এর আগেও সংস্থাটি অনুরূপ বাজার পরীক্ষা করে দেখেছিল। 2021 সালে Airtel তার বিভিন্ন সার্কেলে 79 টাকার রিচার্জ প্ল্যান বাড়িয়ে 99 টাকা করেছিল। এখন কোম্পানি যেখানে ট্যারিফ বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করেছে, সেখানে 155 টাকার নীচে সমস্ত প্ল্যানেই SMS এবং ডেটা সহ 28 দিন বৈধতার প্ল্যানগুলি বন্ধ করতে পারে বলে ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ গ্রাহকদের এরপর থেকে একটা বেসিক Airtel প্ল্যান নিজেদের ফোনে চালাতে ন্যূনতম 155 টাকা খরচ করতে হবে।

“বর্তমান বাজার পরিস্থিতিতে শুল্ক বৃদ্ধি কার্যকর করতে প্রথম পদক্ষেপটা Bharti Airtel-ই নিতে চলেছে। তবে আমরা আশা করি, সমগ্র দেশে এই ট্যারিফ হাইক কার্যকর করার আগে প্রতিযোগিতামূলক প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করবে বেসরকারি টেলকোটি। যদি এই রিচার্জ প্ল্যানের খরচ বাড়ানোর বিষয়ে সংস্থাটি বাকিদের সমর্থন না পায়, তাহলে 99 টাকার প্ল্যানটিই আবার ফিরিয়ে আনা হতে পারে। যদিও ট্যারিফ হাইক সর্বপ্রথম কোন সংস্থা করবে, তা কল্পনা করা কঠিন বিষয়। প্রশ্ন উঠবেই, Airtel কি বাকিদের সমর্থন পাবে? নাকি Airtel-এর এহেন প্রস্তাব বাকিরা প্রত্যাখ্যান করবে?” রিপোর্টে পরিষ্কার ভাবে উল্লেখ করা হয়েছে।

Next Article