Airtel 5G Plans: এক বছর রোজ 2.5GB করে ডেটা, সস্তায় পাঁচ-পাঁচটা 5G প্ল্যান নিয়ে এল Airtel

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Apr 24, 2023 | 7:46 PM

Airtel একসঙ্গে মোট পাঁচটি রিচার্জ প্ল্যান নিয়ে এল। প্রতিটি প্ল্যানেই Airtel 5G ব্যবহারকারীরা অতিরিক্ত পরিমাণ ডেটা, আনলিমিটেড কলিং, OTT বেনিফিটস, এবং Amazon Prime বা Disney+ Hotstar-এর কমপ্লিমেন্টারি সার্ভিস ব্যবহার করতে পারবেন।

Airtel 5G Plans: এক বছর রোজ 2.5GB করে ডেটা, সস্তায় পাঁচ-পাঁচটা 5G প্ল্যান নিয়ে এল Airtel
দুর্দান্ত প্ল্যান নিয়ে হাজির এয়ারটেল।

Follow Us

Airtel 5G Data Plans: কয়েক মাস আগেই Airtel দেশে তার 5G পরিষেবা রোলআউট করেছে। বেসরকারি টেলিকম সংস্থাটি তার ব্যবহারকারীদের একদিকে যেমন আনলিমিটেড 5G ডেটা ব্যবহারের সুযোগ দিচ্ছিল, তার পাশাপাশি আবার বেশ কিছু আনলিমিটেড 5G ডেটা ইউসেজ প্ল্যান নিয়েও হাজির হয়েছিল। প্রিপেড এবং পোস্টপেড, Airtel তার 5G ইউজারদের জন্য দুরকম প্ল্যানই নিয়ে হাজির হয়েছিল। এবার টেলিকম সংস্থাটি একসঙ্গে মোট পাঁচটি রিচার্জ প্ল্যান নিয়ে এল। প্রতিটি প্ল্যানেই Airtel 5G ব্যবহারকারীরা অতিরিক্ত পরিমাণ ডেটা, আনলিমিটেড কলিং, OTT বেনিফিটস, এবং Amazon Prime বা Disney+ Hotstar-এর কমপ্লিমেন্টারি সার্ভিস ব্যবহার করতে পারবেন।

Airtel 5G 499 টাকার প্ল্যান

এই নতুন এয়ারটেল প্ল্যানটি 28 দিনের জন্য গ্রাহকদের 5G ইন্টারনেট ডেটা অফার করবে। আনলিমিটেড কলিং, প্রতিদিন 100টা করে SMS ব্যবহার করতে পারবেন কাস্টমাররা। অতিরিক্ত অফারের দিক থেকে এই প্ল্যানে রয়েছে Disney+ Hotstar মোবাইলের 3 মাসের ফ্রি সাবস্ক্রিপশন ও তার সঙ্গে Xtream অ্যাপ, Wink সাবস্ক্রিপশনের ফ্রি অফার। যাঁদের কাছে 5G পরিষেবা নেই, তাঁরা এই প্ল্যান রিচার্জ করলে প্রতিদিন 3GB 4G ডেটা ব্যবহার করতে পারবেন। আর যাঁদের কাছে 5G নেটওয়ার্ক রয়েছে, তাঁরাও প্রতিদিন 3GB 5G ডেটা ব্যবহার করতে পারবেন।

Airtel 5G 839 টাকার প্ল্যান

এই প্রিপেড প্ল্যানটি 84 দিনের জন্য বৈধ। ইউজাররা প্রতিদিন এই প্ল্যানে 5G ইন্টারনেট ডেটা, আনলিমিটেড কলিং, প্রতিদিন 100টা SMS পাঠানোর সুবিধা পাবেন। অতিরিক্ত অফারের দিক থেকে রয়েছে তিন মাসের জন্য Disney+ Hotstar মোবাইল, Xstream অ্যাপ, RewardsMini সাবস্ক্রিপশন এবং Wynk মিউজ়িকের সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহারের সুবিধা। প্ল্যানটিতে প্রতিদিন গ্রাহকরা 2GB করে ডেটা উপভোগ করতে পারবেন।

Airtel 5G 699 টাকার প্ল্যান

5G ডেটার এই নতুন এয়ারটেল প্ল্যানটি তার গ্রাহকদের 56 দিনের ভ্যালিডিটি অফার করছে। ব্যবহারকারীরা প্রতিদিন প্ল্যানটিতে পেয়ে যাবেন 3GB করে ডেটা। রয়েছে আনলিমিটেড কলিং, রোজ 100টা করে SMS পাঠানোর মতো অফারও। সেই সঙ্গেই আবার রয়েছে Amazon Prime মেম্বারশিপ, Xstream অ্যাপের সুবিধা, Wynk সাবস্ক্রিপশন-সহ একাধিক অ্যাপও সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করতে পারবেন কাস্টমাররা।

Airtel 5G 999 টাকার প্ল্যান

এই প্রিপেড প্ল্যান আপনাকে 84 দিনের ভ্যালিডিটি অফার করবে। প্রতিদিন এই প্ল্যানে আপনি 2.5GB করে ডেটা পেয়ে যাবেন। আনলিমিটেড কলিং সহ প্রতিদিন 100টা করে SMS-ও প্ল্যানটিতে পাঠাতে পারবেন কাস্টমাররা। অতিরিক্ত অফারের দিক থেকে রয়েছে 84 দিনের জন্য সম্পূর্ণ বিনামূল্যে Amazon Prime-এর মেম্বারশিপ ও তার সঙ্গে Xtream অ্যাপ, Wink এবং RewardsMini-র সাবস্ক্রিপশন সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহারের সুযোগ।

Airtel 5G 3359 টাকার প্ল্যান

নতুন এয়ারটেল প্ল্যানগুলির মধ্যে সবথেকে বেশি খরচের প্ল্যান এটি। 3359 টাকার প্ল্যানটি এক বছর বা 365 দিনের জন্য বৈধ। প্রতিদিন এই প্ল্যানে 2.5GB করে হাই-স্পিড 5G ডেটার অফার পাবেন কাস্টমাররা। Disney+ Hotstar মোবাইলের এক বছরের সাবস্ক্রিপশন, Apollo 24|7 বেনিফিটস, Wynk সাবস্ক্রিপশন-সহ আরও একাধিক অফার পেয়ে যাবেন।

Next Article