Airtel 5G এখন দেশের 3000-এরও বেশি শহরে চালু হয়ে গিয়েছে, যার পোশাকি নাম Airtel 5G Plus। গত বছরের শেষ দিকে ইন্ডিয়া মোবাইল কংগ্রেস শীর্ষক ইভেন্টে লঞ্চ হয় এয়ারটেলের পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক কানেক্টিভিটি। Jio-র পাশাপাশি এই মুহূর্তে Airtel একমাত্র কোম্পানি, যারা দেশের বেশিরভাগ বড় শহরেই 5G কানেক্টিভিটি চালু করতে সক্ষম হয়েছে। বাংলার শিলিগুড়ি থেকে কলকাতা, কেরালার কান্নুর থেকে জম্মুর কাতরা, বিহারের পাটনা থেকে তামিলনাড়ুর কন্যাকুমারী, অরুণাচল প্রদেশের ইটানগর থেকে দমন ও দিউ- সারা দেশে এরকম ভাবেই বিভিন্ন প্রান্তে চালু করা হয়েছে Airtel 5G।
Airtel-এর আনলিমিটেড 5G ডেটা
ব্যবহারকারীদের কাছে যদি একটি 5G সাপোর্টেড স্মার্টফোন থাকে, তাহলেই তাঁরা Airtel 5G ব্যবহার করতে পারবেন। এর মধ্যেই আবার গ্রাহকদের জন্য একটি সুখবর নিয়ে এসেছে বেসরকারি টেলিকম সংস্থাটি। কোম্পানির বাছাই করা কিছু প্রিপেড এবং পোস্টপেড প্ল্যানে Unlimited 5G Data অফার করা হবে। তবে, যাঁরা এয়ারটেলের ফ্রি আনলিমিটেড 5G উপভোগ করতে চান, তাঁদের 249 টাকা বা তার বেশি খরচের প্ল্যান রিচার্জ করতে হবে।
Airtel-এর আনলিমিটেড 5G ডেটা: কোথায় মিলবে?
Airtel-এর আনলিমিটেড 5G ডেটার অফার পেতে গ্রাহকদের যেতে হবে Airtel Thanks App-এ। যদি তাঁরা অ্যাপ থেকে রিচার্জ না করেন, সেক্ষেত্রে ডেটা প্যাকে যে পরিমাণ 5G ডেটা অফার করা হচ্ছে, শুধু সেইটুকুই মিলবে। আপনার কাছে যদি Airtel 5G অ্যাক্সেস থাকে এবং আপনি যদি আনলিমিটেড 5G-র আনন্দ নিতে চান, তাহলে অফারটি কীভাবে পাবেন, জেনে নিন।
আনলিমিটেড Airtel 5G Data: কীভাবে পাবেন?
* এয়ারটেলের আনলিমিটেড 5G ডেটা অফার পেতে আপনাকে প্রথমে নিশ্চিত করতে হবে, যেন 239 টাকা বা তার বেশি খরচের কোনও প্ল্যান রিচার্জ করেন। সেই রিচার্জের পর আপনাকে:-
* স্মার্টফোন থেকে Airtel Thanks App খুলুন। আপনার কাছে যদি অ্যাপটি না থাকে, তাহলে তা গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে নিন।
* অ্যাপের হোমস্ক্রিনে একটি ব্যানার দেখতে পাবেন, যেখানে লেখা থাকবে, ‘আপনার আনলিমিটেড 5G ডেটা দাবি করুন’। সেখানে ক্লিক করুন।
* আপনাকে একটি নতুন পেজে নিয়ে যাওয়া হবে, যেখানে অফারের শর্তাবলী সম্পর্কে লেখা থাকবে। সেখানে গিয়ে ‘Claim Now’ অপশনে ট্যাপ করুন।
* আপনি অফারটি পেলে একটি কনফার্মেশন মেসেজ পেয়ে যাবেন। তারপরই আপনি Airtel প্রিপেড নম্বরে আনলিমিটেড 5G ডেটা উপভোগ করতে পারবেন।
* এবার আপনি 5G ডেটা ব্যালান্স চেক করার জন্য অ্যাপের ‘My Account’ সেকশনে যেতে পারেন এবং সেখানে গিয়ে ‘Data Balance’ অপশনে ক্লিক করতে পারেন। সেখান থেকেই দেখতে পাবেন, আপনার নম্বরে কতটা 5G ডেটা রয়েছে।