সিনেমার পর্দায় জনপ্রিয় ছবি ‘লর্ড অফ দ্য রিংস’। এই ফ্যান্টাসি সিরিজের উপর ভিত্তি করেই গেম লঞ্চ করার কথা ছিল অ্যামাজনের। ২০১৯ সালে সেই ঘোষণাও হয়ে গিয়েছিল। কিন্তু প্রায় বছর দুই পর সেই গেম রিলিজ বাতিল করে দিয়েছে Amazon.com Inc। অ্যামাজনের গেম স্টুডিওতে এই গেম তৈরি করা হচ্ছিল। অ্যামাজনকে এই গেম নির্মাণে সাহায্য করেছিল চিনের Leyou Technologies Holdings। গত ডিসেম্বর মাস থেকে চিনের টেক জায়ান্ট Tencent Holdings- এর অধীনে রয়েছে এই সংস্থা।
কিন্তু কী এমন ঘটল যে গেমের নির্মাণ এবং রিলিজ বাতিল হয়ে গেল?
সূত্রের খবর অ্যামাজন এবং Tencent- এর মধ্যে কোনও সমস্যা হওয়ায় তাদের চুক্তি ভঙ্গ হয়েছে। আর তার জেরেই বাতিল হয়েছে এই গেমের রিলিজ। ব্লুমবার্গের রিপোর্টেই শনিবার এই তথ্য প্রকাশ্যে এসেছিল। ওই রিপোর্ট থেকে জানা গিয়েছে, অ্যামাজনের তরফে এক মুখপাত্র জানিয়েছেন, Tencent- এর সঙ্গে সমস্যার কারণেই অ্যামাজন এই গেম লঞ্চ করতে পারবে না। রয়টার্সে ইমেল করে এমনটাই জানিয়েছেন ওই মহিলা মুখপাত্র। তিনি আরও জানিয়েছেন, ‘লর্ড অফ দ্য রিংস’ গেমের জন্য যে টিম কাজ করছিল, তাঁদের অন্যান্য গেম নির্মাণের কাজে পাঠিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন- Resident Evil 4: এই গেমের ভার্চুয়াল রিমেক লঞ্চ হতে চলেছে Oculus Quest 2 হেডসেটের জন্য
প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৪ সালে অ্যামাজন গেম স্টুডিও তৈরি হওয়ার পর থেকেই সফলভাবে ভিডিয়ো গেম রিলিজের ক্ষেত্রে স্ট্রাগল করতে হয়েছে এই সংস্থাকে। এবার মাঝপথে ‘লর্ড অফ দ্য রিংস’ গেম বাতিল হয়ে যাওয়ার খবরে আরও একবার ধাক্কা খেল অ্যামাজন গেম স্টুডিও।