একটি ল্যাপটপের দু’টি ডিসপ্লে! ভারতে লঞ্চ হল আসুস জেনবুক সিরিজের ২টো প্রিমিয়াম মডেল

Sohini chakrabarty |

Apr 14, 2021 | 5:20 PM

আসুস জেনবুক ডুয়ো ১৪- র দাম ভারতে শুরু হচ্ছে ৯৯,৯৯০ টাকা থেকে। অন্যদিকে জেনবুক প্রো ডুয়ো ১৫ OLED- এর দাম শুরু হচ্ছে ২,৩৯,৯৯০ টাকা থেকে।

একটি ল্যাপটপের দুটি ডিসপ্লে! ভারতে লঞ্চ হল আসুস জেনবুক সিরিজের ২টো প্রিমিয়াম মডেল
ছবি প্রতীকী

Follow Us

দুটো ডিসপ্লের ল্যাপটপ লঞ্চ করল আসুস। ভারতে লঞ্চ হয়েছে আসুস জেনবুক ডুয়ো ১৪ এবং জেনবুক প্রো ডুয়ো ১৫। জানা গিয়েছে এই দু’টি অত্যাধুনিক ল্যাপটপ আসুসের নতুন প্রিমিয়াম জেনবুক মডেলের অন্তর্গত। এই দু’টি ল্যাপটপেই রয়েছে সেকেন্ডারি ডিসপ্লে। অর্থাৎ প্রাইমারি বা রেগুলার ডিসপ্লের সঙ্গে আরও একটি ডিসপ্লে দেখা যাবে এই দুই ল্যাপটপে, যাকে বলা হচ্ছে স্ক্রিনপ্যাড প্ল্যাস।

জেনবুক ডুয়ো ১৪- তে রয়েছে 11th জেনারেশন ইনটেল কোর প্রসেসর। তার সঙ্গে রয়েছে Intel Evo verification। অন্যদিকে জেনবুক প্রো ডুয়ো ১৫- তে রয়েছে OLED স্ক্রিন। তার সঙ্গে থাকছে 10th জেনারেশন ইনটেল কোর প্রসেসর। সেই সঙ্গে থাকছে Nvidia GeForce RTX 3070 গ্র্যাফিক্স কার্ড। দু’টি ল্যাপটপেই থাকছে আসুসের স্পেশ্যাল ফিচার Active Aerodynamic System। মূলত এই সিস্টেমের সাহায্যে ল্যাপটপের উপরের অংশ (অর্থাৎ লিড বা ঢাকনা) খোলার পর (এক্ষেত্রে দুটো ডিসপ্লে) ৪৯ শতাংশ হায়ার এয়ারফ্লোর সুবিধা দেয়। যার সাহায্যে ল্যাপটপের সঠিক থার্মাল ম্যানেজমেন্ট সম্ভব। অর্থাৎ মেশিন ব্যবহারের ফলে গরম হলে সেই হাওয়া ল্যাপটপের ভিতর থেকে বের করে কুলিং সিস্টেম চালু করে ল্যাপটপ ঠাণ্ডা রাখা হয়।

ভারতে এই দু’টি ল্যাপটপের দাম

আসুস জেনবুক ডুয়ো ১৪- র দাম ভারতে শুরু হচ্ছে ৯৯,৯৯০ টাকা থেকে। অন্যদিকে জেনবুক প্রো ডুয়ো ১৫ OLED- এর দাম শুরু হচ্ছে ২,৩৯,৯৯০ টাকা থেকে। বুধবার থেকে জেনবুক ডুয়ো ১৪- র বিক্রি শুরু হয়েছে। অন্যদিকে জেনবুক প্রো ডুয়ো ১৫ OLED- এর বিক্রি শুরু হবে মে মাসের মাঝামাঝি সময় থেকে। অ্যামাজন এবং ফ্লিপকার্ট, দুই ই-কমার্সের জায়ান্টের মাধ্যমেই অনলাইনে এই ল্যাপটপ কেনা যাবে। এছাড়াও অফলাইন রিটেলার এবং আসুসের এক্সক্লুসিভ স্টোর, ক্রোমা, রিলায়েন্স ডিজিটার এবং বিজয় সেলস- এ এই দু’টি ল্যাপটপ পাওয়া যাবে।

আরও পড়ুন- ২৩ এপ্রিল শাওমি ইন্ডিয়ার ‘বিগ ডে’, ৭৫ ইঞ্চির স্মার্ট টিভি লঞ্চ করতে চলেছে রেডমি

জানা গিয়েছে, গ্লোবাল মার্কেটে খুব তাড়াতাড়িই এই দু’টি মডেলের উপর সেল শুরু হবে।

Next Article