2021 Maruti Suzuki Celerio: ভারতে আসছে মারুতি সুজুকি সিলেরিও গাড়ির নতুন ভ্যারিয়েন্ট, কবে লঞ্চ?
মারুতি সুজুকি সংস্থার দাবি, তাদের নতুন সিলেরো ভ্যারিয়েন্ট দেশের সর্বোচ্চ মাইলেজ দেওয়া পেট্রোল কার (গাড়ি) হতে চলেছে। প্রায় ২৬ kmpl মাইলেজ দেবে এই সিলেরিও ২০২১ মডেল।
দিওয়ালি উপলক্ষ্যে গাড়ি কেনার কথা ভাবছেন? ভাল মাইলেজ পেতে চাইলে মারুতি সুজুকির আসন্ন সিলেরিও গাড়ি কিনতে পারেন। আগামী ১০ নভেম্বর এই গাড়ি লঞ্চ হবে ভারতে। ইতিমধ্যেই ধনতেরস উপলক্ষ্যে শুরু হয়ে গিয়েছে মারুতি সুজুকি সিলেরিও ২০২১ গাড়ির বুকিং। ১১ হাজার টাকার বিনিময়ে আগ্রহীরা এই গাড়ি প্রি-বুকিং করতে পারবেন। দীর্ঘদিন ধরে এই গাড়ির জন্য অপেক্ষা করে রয়েছেন ভারতের গাড়ি প্রেমীরা। অবশেষে জনপ্রিয় সিলেরিও মডেল লঞ্চ করতে চলেছেন মারুতি সুজুকি কর্তৃপক্ষ। লঞ্চের পর ভারতের গাড়ির বাজারে ব্যবসায়িক দিক থেকে এই গাড়ি ভাল সাড়া জাগাবে বলে আশাবাদী নির্মাণ সংস্থা।
মারুতি সুজুকি কর্তৃপক্ষ জানিয়েছেন, হরিয়ানার মানেসর প্ল্যান্টে এই গাড়ি তৈরি করা হয়েছে। এর আগেও সিলেরিও মডেল লঞ্চ করেছে এই অটোমোবাইল সংস্থা। কিন্তু নতুন ভ্যারিয়েন্টে রয়েছে অনেক চমক। আগ্রহী ক্রেতারা মারুতি সুজুকির অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে এই গাড়ির বুকিং করতে পারবেন। এর পাশাপাশি মারুতি সুজুকির অথরাইজড শোরুমে গিয়েও নতুন সিলেরিও মডেলের বুকিং করা যাবে। মাত্র ১১ হাজার টাকার বিনিময়েই এই গাড়ির প্রি-বুকিং করা সম্ভব।
মারুতি সুজুকি সংস্থার দাবি, তাদের নতুন সিলেরো ভ্যারিয়েন্ট দেশের সর্বোচ্চ মাইলেজ দেওয়া পেট্রোল কার (গাড়ি) হতে চলেছে। প্রায় ২৬ kmpl মাইলেজ দেবে এই সিলেরিও ২০২১ মডেল। লঞ্চের পর আগামী দিনে ডাটসন গো, টাটা টিয়াগো এবং হুন্ডাই স্যান্ট্রো গাড়ির সঙ্গে জমিয়ে টক্কর দেবে মারুতি সুজুকি সিলেরিও ২০২১ মডেল।
একঝলকে দেখে নেওয়া যাক মারুতি সুজুকি সিলেরিও ২০২১ গাড়িতে কী কী ফিচার থাকতে চলেছে
জানা গিয়েছে, ব্লুটুথ এন্টারটেনমেন্ট সিস্টেম, স্টিয়ারিং মাউন্টেড অডিয়ো কন্ট্রোল, অ্যাডজাস্টেবল সিট হাইট, পাওয়ার উইন্ডো এবং ম্যানুয়াল এয়ার কন্ডিশনিং সিস্টেম (এসি)— এই সমস্ত ফিচার থাকবে নতুন সিলেরিও গাড়িতে। অন্যদিকে জানা গিয়েছে, নতুন মডেল আগের তুলনায় আকার-আয়তনে বড়। অর্থাৎ আগের মডেলের তুলনায় নতুন গাড়িতে জায়গা বেশি। দেখার দিক থেকে অর্থাৎ ডিজাইনেও এসেছে কিছু পরিবর্তনে। একদম ঝাঁ-চকচকে লুকে ভারতে লঞ্চ হতে চলেছে মারুতি সুজুকি সিলেরিও গাড়ির নতুন ভ্যারিয়েন্ট।
মারুতি সুজুকি ইন্ডিয়ার সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর শশাঙ্ক শ্রীবাস্তব জানিয়েছেন, নতুন সিলেরিও মডেল ভারতের গাড়ির বাজারে ভালই সাড়া জাগাবে বলে আশাবাদী তাদের সংস্থা। নতুন পেট্রোল ইঞ্জিন, এক্সক্লুসিভ ডিজাইন, সেগমেন্ট ফার্স্ট ফিচার— সব মিলিয়ে নতুন সিলেরিও মডেল পছন্দই হবে গাড়ি প্রেমীদের। আপাতত এই গাড়ি লঞ্চের অপেক্ষায় রয়েছেন সকলে।
আরও পড়ুন- Ducati Scrambler Desert Sled Fasthouse: লিমিটেড এডিশনের এই বাইক লঞ্চ হয়েছে ভারতে, দাম কত?
আরও পড়ুন- Car Launch November 2021: চলতি বছর নভেম্বরেই ভারতে আসছে এইসব চোখ ধাঁধানো গাড়ি, রইল তালিকা